গীতসংহিতা 4

গান পরিচালকের সংকলনের জন্য। তারের বাজনার সংগে গাইতে হবে। দায়ূদের গান।

1 হে আমার ঈশ্বর, আমি যে তোমার ইচ্ছামত চলছি

তা তুমি দেখিয়ে দিচ্ছ;

আমি যখন তোমাকে ডাকব

তখন তুমি আমার ডাকে সাড়া দিয়ো।

বিপদ আমাকে চেপে ধরেছে,

কিন্তু তুমি আমাকে নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছ।

আমার প্রতি দয়া কর, আমার প্রার্থনা শোন।

2 হে মানুষ, আর কতকাল

তোমরা আমার সম্মানকে অসম্মান করবে?

আর কতকাল তোমরা মিথ্যাকে ভালবাসবে

আর অসত্যের পিছনে দৌড়াবে? [সেলা]

3 তোমরা জেনে রেখো, সদাপ্রভু তাঁর ভক্তদের

তাঁর নিজের জন্য আলাদা করেছেন;

আমি ডাকলে তিনি শুনবেন।

4 তোমরা উত্তেজিত হয়ে পাপ কোরো না।

বিছানায় শুয়ে তোমাদের অন্তর খুঁজে দেখো

আর চুপ করে থেকো। [সেলা]

5 যোগ্য মনোভাব নিয়ে তোমরা উৎসর্গের অনুষ্ঠান কোরো,

আর সদাপ্রভুর উপর নির্ভর কোরো।

6 অনেকে বলে, “কে আমাদের মংগল করতে পারে?”

হে সদাপ্রভু, তোমার দয়ার দৃষ্টি

আলোর মত করে আমাদের উপর পড়ুক।

7 প্রচুর ফসল ও নতুন আংগুর-রস উঠলে

লোকদের যেমন আনন্দ হয়,

তার চেয়েও বেশী আনন্দ দিয়ে তুমি আমার অন্তর ভরে রেখেছ।

8 হে সদাপ্রভু, তুমিই আমাকে নির্ভয়ে রাখছ,

তাই আমি শুয়ে শান্তিতে ঘুমাব।