দায়ূদের গান- ছন্দে বাঁধা। বিন্যামীন-গোষ্ঠীর কূশের বিষয় নিয়ে সদাপ্রভুর উদ্দেশে গান।
1 হে সদাপ্রভু, আমার ঈশ্বর,
আমি তোমারই মধ্যে আশ্রয় নিয়েছি।
যারা আমার পিছনে তাড়া করে আসছে
তাদের হাত থেকে তুমি আমাকে উদ্ধার কর,
আমাকে রক্ষা কর।
2 তা না হলে সিংহের মত করে তারা আমাকে ছিঁড়ে ফেলবে;
ওরা আমাকে টুকরা টুকরা করে ফেলবে,
আমাকে বাঁচাবার কেউ থাকবে না।
3 হে সদাপ্রভু, আমার ঈশ্বর,
যদি আমি এমন কিছু করে থাকি,
যদি অন্যায়ের কোন কলংক আমার হাতে লেগে থাকে,
4 যদি আমার বন্ধুর প্রতি অন্যায় করে থাকি,
– যে বিনা কারণে আমার শত্রু হয়ে উঠেছিল
আমি বরং তাকেও উদ্ধার করেছি-
5 তবে শত্রুরা তাড়া করে আমাকে ধরে ফেলুক;
তারা আমাকে মাটিতে ফেলুক আর পায়ে মাড়াক,
আমার সম্মান ধুলাতে মিশিয়ে দিক। [সেলা]
6 হে সদাপ্রভু, ভীষণ অসন্তুষ্ট হয়ে তুমি উঠে দাঁড়াও,
আমার শত্রুদের রাগের বিরুদ্ধে হাত উঠাও।
আমার জন্য তুমি ওঠো,
কারণ তোমার ন্যায়বিচারের কথা তুমি ঘোষণা করেছ।
7 সমস্ত জাতির লোক তোমার চারপাশে জড়ো হোক;
তুমি স্বর্গে ফিরে গিয়ে আবার তাদের উপর রাজত্ব কর।
8 সদাপ্রভুই যেন তাদের বিচার করেন।
হে সদাপ্রভু, আমার ন্যায় কাজ ও সততা অনুসারে
তুমি আমার বিচার কর।
9 হে ন্যায়ের ঈশ্বর, তুমি অন্তর ও মনের যাচাই করে থাক;
তুমি দুষ্টদের দুষ্টতা শেষ কর
কিন্তু তোমার ভক্তকে ভাল অবস্থায় স্থির রাখ।
10 ঈশ্বরই আমার ঢাল;
যারা অন্তরে খাঁটি তাদের তিনি রক্ষা করেন।
11 ঈশ্বর ন্যায়বিচারক,
দুষ্টদের বিচার তিনি সব সময়ই করে থাকেন।
12 অন্যায়কারী যদি না ফেরে
তবে তিনি তাঁর তলোয়ারে শান দেবেন
আর তাঁর ধনুক বাঁকিয়ে ঠিক করে নেবেন।
13 তিনি তাঁর মারণ-অস্ত্র ঠিক করে রেখেছেন,
আর তাঁর জ্বলন্ত তীর তৈরী করছেন।
14 অন্যায়কারী মন্দকে গর্ভে ধরে,
অন্যায়কে গর্ভে নিয়ে প্রসব বেদনায় ভোগে
আর মিথ্যাকে প্রসব করে।
15 গর্ত খুঁড়ে সে তার মধ্য থেকে মাটি তুলে ফেলে
আর নিজের গর্তে নিজেই পড়ে।
16 তার অন্যায়ের বোঝা তার নিজের মাথাতেই ফিরে আসে;
সে যে অত্যাচার করে তা তারই মাথার উপরে নেমে আসে।
17 সদাপ্রভু ন্যায়বিচার করেন,
সেজন্য আমি তাঁকে ধন্যবাদ দেব;
আমি মহান সদাপ্রভুর প্রশংসা-গান করব।