গীতসংহিতা 43

1 হে ঈশ্বর, তুমি উচিত বিচার কর, আর এই ভক্তিহীন জাতির বিরুদ্ধে

আমার পক্ষ হয়ে কথা বল;

ঠগ ও দুষ্ট লোকের হাত থেকে তুমি আমাকে বাঁচাও।

2 তুমিই আমার আশ্রয়-দুর্গ ঈশ্বর;

কেন তুমি আমাকে ত্যাগ করেছ?

কেন আমাকে শত্রুর অত্যাচারে মনে দুঃখ নিয়ে বেড়াতে হবে?

3 তোমার আলো ও তোমার সত্য আমাকে দাও;

তারাই আমাকে পথ দেখাক।

তারাই আমাকে নিয়ে যাক তোমার সেই পবিত্র পাহাড়ে

যেখানে তুমি বাস কর,

4 যেন আমি ঈশ্বরের বেদীর কাছে যেতে পারি।

তিনিই আমার সুখ ও আনন্দ।

হে ঈশ্বর, আমার ঈশ্বর,

আমি বীণা বাজিয়ে তোমার গৌরব করব।

5 হে আমার প্রাণ, কেন তুমি নিরাশ হয়ে পড়ছ?

কেন এত চঞ্চল হয়ে উঠেছ?

ঈশ্বরের উপরে আশা রাখ,

কারণ আমি আবার তাঁর গৌরব করব;

তিনিই আমার উদ্ধারকর্তা ও আমার ঈশ্বর।