গান পরিচালকের সংকলনের জন্য। সুর- “মহলৎ।” দায়ূদের মস্কীল-গান।
1 যাদের বিবেক অসাড় তারা ভাবে ঈশ্বর বলে কেউ নেই।
তাদের স্বভাব নষ্ট হয়ে গেছে, তাদের কাজ জঘন্য;
ভাল কাজ করে এমন কেউ নেই।
2 ঈশ্বর স্বর্গ থেকে নীচে মানুষের দিকে তাকিয়ে দেখলেন;
দেখতে চাইলেন কেউ সত্যিকারের জ্ঞান নিয়ে চলে কিনা,
কেউ ঈশ্বরের ইচ্ছামত চলে কিনা।
3 তিনি দেখলেন সবাই ঠিক পথ থেকে সরে গেছে,
সবাই একসংগে খারাপ হয়ে গেছে;
ভাল কাজ করে এমন কেউ নেই, একজনও নেই।
4 যারা মন্দ কাজ করে বেড়ায় তারা কি এতই অবুঝ?
লোকে যেমন করে খাবার খায়
তেমনি করেই তারা আমার লোকদের খেয়ে ফেলে;
তারা ঈশ্বরকে ডাকে না।
5 তোমার আক্রমণকারীদের হাড়গোড় তিনি ছড়িয়ে রেখেছেন;
আগে তাদের ভয় ছিল না, তবুও তারা এখন ভীষণ ভয় পেল;
ঈশ্বর তাদের বাতিল করেছেন, তাই তুমি তাদের লজ্জায় ফেলেছ।
6 ইস্রায়েলীয়দের উদ্ধার সিয়োনের মধ্য থেকে আসুক।
ঈশ্বর যখন তাঁর লোকদের অবস্থা ফিরাবেন
তখন যাকোবের বংশ আনন্দ করবে-
ইস্রায়েলীয়েরা খুশী হবে।