গান পরিচালকের সংকলনের জন্য। তারের মাত্র একটি বাজনার সংগে গাইতে হবে। দায়ূদের গান।
1 হে ঈশ্বর, আমার কান্না শোন; আমার প্রার্থনায় কান দাও।
2 আমি যখনই হতাশায় ভেংগে পড়ব
তখন পৃথিবীর শেষ সীমায় থাকলেও
সেখান থেকে আমি তোমাকে ডাকব।
আমাকে তুমি এমন কোন উঁচু আশ্রয়-পাহাড়ে নিয়ে রাখ
যা আমার নাগালের বাইরে।
3 তুমিই তো আমার আশ্রয় হয়ে আছ;
শত্রুর বিরুদ্ধে তুমিই আমার শক্তিশালী দুর্গ।
4 তোমার তাম্বুতে যেন আমি চিরকাল বাস করতে পারি;
তোমার ডানার তলায় যেন আশ্রয় পাই। [সেলা]
5 হে ঈশ্বর, আমি যে সব মানত করেছি তা তো তুমি শুনেছ;
তোমাকে যারা ভক্তি করে
তাদের জন্য যে অধিকার তুমি স্থির করেছ
তা তুমি আমাকেও দিয়েছ।
6 তুমি রাজার আয়ু বাড়িয়ে দেবে;
তিনি কয়েক পুরুষ পর্যন্ত বেঁচে থাকবেন।
7 তিনি চিরকাল ঈশ্বরের সামনে বাস করবেন;
তাঁকে রক্ষা করবার জন্য তোমার অটল ভালবাসা ও বিশ্বস্ততাকে
তুমি কাজে লাগাও।
8 আমি চিরকাল তোমার প্রশংসা-গান করব,
আর দিনের পর দিন আমার মানত পূরণ করব।