গীতসংহিতা 64

গান পরিচালকের সংকলনের জন্য। দায়ূদের একটা গান।

1 হে ঈশ্বর, তুমি আমার নালিশের কথা শোন;

তুমি শত্রুর ভয় থেকে আমার প্রাণ বাঁচাও।

2 দুষ্টদের ষড়যন্ত্রের হাত থেকে তুমি আমাকে বাঁচাও;

যারা মন্দ কাজ করে বেড়ায়

সেই লোকদের চেঁচামেচি থেকে আমাকে বাঁচাও।

3 তারা যেন তলোয়ারের মত করে জিভে শান দিয়ে রেখেছে,

তাদের তেতো কথার তীর ধনুকে লাগিয়ে রেখেছে;

4 যাতে গোপন জায়গা থেকে নির্দোষ লোকের দিকে

সেই তীর তারা ছুঁড়তে পারে;

তারা হঠাৎ তা ছোঁড়ে, ভয় করে না।

5 তাদের মন্দ পরিকল্পনা তারা পাকাপোক্ত করে নেয়,

আর গোপনে ফাঁদ পাতার পরামর্শ করে;

তারা বলে, “কেউ ওদিকে নজর দেবে না।”

6 তারা অন্যায় করার মতলব এঁটে বলে,

“আমরা চারদিক ভেবে-চিন্তে একটা পরিকল্পনা করেছি।”

সত্যিই মানুষের মন ও অন্তরের গভীরতার

নাগাল পাওয়া যায় না।

7 কিন্তু ঈশ্বর তাদের উপর তীর ছুঁড়বেন;

হঠাৎ তীর বিঁধে তারা পড়ে যাবে।

8 তাদের জিভ্‌ দিয়ে তারা নিজেদের সর্বনাশ ডেকে আনবে;

তাদের লক্ষ্য করে সবাই বিদ্রূপে মাথা নাড়বে।

9 তখন সকলের মনে ভয় জাগবে;

ঈশ্বর যা করেছেন তারা তা ঘোষণা করবে

আর সেই কথা ভাববে।

10 ঈশ্বরভক্ত লোকেরা সদাপ্রভুকে নিয়ে আনন্দ করবে

এবং তাঁরই মধ্যে আশ্রয় নেবে;

অন্তরে যারা সৎ তারা তাঁর গৌরব করবে।