গীতসংহিতা 91

1 মহান ঈশ্বরের আশ্রয়ে যে বাস করে সে সর্বশক্তিমানের ছায়ায় থাকে।

2 সদাপ্রভুর সম্বন্ধে আমি এই কথা বলব,

“তিনিই আমার আশ্রয় ও আমার দুর্গ;

তিনিই আমার ঈশ্বর যাঁর উপরে আমি নির্ভর করি।”

3 তিনি তোমাকে শিকারীদের ফাঁদ থেকে

আর সর্বনাশা মড়কের হাত থেকে রক্ষা করবেন।

4 তাঁর পালখে তিনি তোমাকে ঢেকে রাখবেন,

তাঁর ডানার নীচে তুমি আশ্রয় পাবে;

তাঁর বিশ্বস্ততা তোমার ঢাল ও দেহ-রক্ষাকারী বর্ম হবে।

5 রাতের বিপদ আর দিনের আক্রমণকে তুমি ভয় করবে না;

6 ভয় করবে না অন্ধকারের চলমান মড়ককে

কিম্বা দুপুরের ধ্বংসকারী আঘাতকে।

7 হয়তো তোমার একদিকে পড়বে হাজার খানেক,

আর হাজার দশেক পড়বে অন্য দিকে,

কিন্তু এ সব তোমার কাছেই আসবে না।

8 দুষ্ট লোকেরা কেমন পাওনা পায় তুমি কেবল তা চোখে দেখবে।

9 “হে সদাপ্রভু, তুমিই আমার আশ্রয়স্থান।”

তুমি স্থির করেছ মহান ঈশ্বরই তোমার বাসস্থান;

10 সেজন্য তোমার কোন সর্বনাশ হবে না,

তোমার বাড়ীর উপর কোন আঘাত পড়বে না;

11 কারণ তিনি তাঁর দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন

যেন সব অবস্থায় তাঁরা তোমাকে রক্ষা করেন।

12 তাঁরা হাত দিয়ে তোমাকে ধরে ফেলবেন

যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে।

13 তুমি সিংহ আর কেউটে সাপের উপর দিয়ে হেঁটে যাবে,

যুব সিংহ ও সাপকে পায়ে দলে যাবে।

14 সদাপ্রভু বলছেন, “ভালবাসা দিয়ে যে আমাকে আঁকড়ে ধরেছে,

তাকে আমি রক্ষা করব;

আমি তাকে বিপদের নাগালের বাইরে রাখব,

কারণ সে আমাকে সত্যিই চিনেছে।

15 সে আমাকে ডাকলে আমি তাকে সাড়া দেব;

বিপদের সময় আমি তার সংগে থাকব;

তাকে আমি রক্ষা করব আর সম্মানের স্থান দেব।

16 অনেক আয়ু দিয়ে আমি তাকে খুশী করব;

আমার উদ্ধারের কাজ আমি তাকে দেখাব।”