ধন্যবাদের গান।
1 হে পৃথিবীর সমস্ত লোক, তোমরা সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি কর।
2 খুশী মনে সদাপ্রভুর সেবা কর;
আনন্দের গান গাইতে গাইতে তাঁর সামনে উপস্থিত হও।
3 তোমরা জেনো সদাপ্রভুই ঈশ্বর।
তিনিই আমাদের তৈরী করেছেন, আমরা তাঁরই;
আমরা তাঁরই লোক, তাঁরই চারণ ভূমির ভেড়া।
4 তাঁকে ধন্যবাদ দিতে দিতে তাঁর ফটক দিয়ে ঢোকো,
তাঁর গৌরব করতে করতে তাঁর উঠানে ঢোকো;
তাঁকে ধন্যবাদ দাও, তাঁর গৌরব কর।
5 সদাপ্রভু মংগলময়, তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী;
তাঁর বিশ্বস্ততা বংশের পর বংশ ধরে চলে।