গীতসংহিতা 105

1 সদাপ্রভুকে ধন্যবাদ দাও, তাঁর গুণের কথা ঘোষণা কর;

তাঁর কাজের কথা অন্যান্য জাতিদের জানাও।

2 তাঁর উদ্দেশে গান গাও, তাঁর প্রশংসা-গান কর;

তাঁর সব আশ্চর্য কাজের কথা বল।

3 তাঁর পবিত্রতার গৌরব কর;

যারা সদাপ্রভুকে গভীরভাবে জানতে আগ্রহী

তাদের অন্তর আনন্দিত হোক।

4 সদাপ্রভু ও তাঁর শক্তিকে বুঝতে চেষ্টা কর;

সব সময় তাঁর সংগে যোগাযোগ রাখতে আগ্রহী হও।

5-6 হে তাঁর দাস অব্রাহামের বংশধরেরা,

তাঁর বেছে নেওয়া যাকোবের সন্তানেরা,

তোমরা তাঁর মহান কাজগুলোর কথা মনে রেখো;

তাঁর আশ্চর্য আশ্চর্য কাজের কথা

আর বিচারে যে শাস্তির কথা তিনি বলেছেন তা মনে রেখো।

7 তিনিই আমাদের ঈশ্বর সদাপ্রভু;

গোটা দুনিয়া তাঁরই শাসনে চলছে।

8 যে বাক্যের নির্দেশ তিনি দিয়েছিলেন হাজার হাজার বংশের জন্য,

তাঁর সেই ব্যবস্থার কথা তিনি চিরকাল মনে রাখবেন।

9 সেই ব্যবস্থা তিনি অব্রাহামের জন্য স্থাপন করেছিলেন

আর ইস্‌হাকের কাছে শপথ করেছিলেন।

10 তিনি তাঁর ব্যবস্থা যাকোবের কাছে নিয়ম হিসাবে

আর ইস্রায়েলের কাছে চিরস্থায়ী ব্যবস্থা হিসাবে

ঘোষণা করেছিলেন।

11 তিনি বলেছিলেন, “আমি তোমাকে কনান দেশটা দেব,

সেটাই হবে তোমার পাওনা সম্পত্তি।”

12 তাদের সংখ্যা যখন কম ছিল, খুবই কম ছিল,

আর তারা সেখানে বিদেশী ছিল,

13 তারা যখন সেখানে বিভিন্ন জাতির মধ্যে

আর বিভিন্ন রাজ্যের মধ্যে ঘুরে বেড়াত,

14 তখন তিনি কাউকে তাদের অত্যাচার করতে দিতেন না।

তাদের জন্য তিনি রাজাদের ধম্‌কে দিতেন,

15 বলতেন, “আমার অভিষিক্ত লোকদের ছোঁবে না;

আমার নবীদের কোন ক্ষতি করবে না।”

16 তারপর তিনি তাদের দেশে দুর্ভিক্ষ ডেকে আনলেন

আর তাদের খাবারের অভাব ঘটালেন;

17 তখন তিনি একজন লোককে তাদের আগে পাঠিয়ে দিলেন-

যোষেফকে পাঠিয়ে দিলেন; দাস হিসাবে তাঁকে বিক্রি করা হল।

18 বেড়ীর শিকলে তাঁর পা কষ্ট পেল,

লোহার শিকলে তিনি বাঁধা পড়লেন।

19 তিনি যা বলেছিলেন যতদিন না তা সত্যি হয়ে দেখা দিল,

ততদিন তাঁর সম্বন্ধে সদাপ্রভুর প্রতিজ্ঞা পুরণের ব্যাপারে

তাঁর পরীক্ষা চলছিল।

20 রাজার আদেশে তাঁর শিকল খুলে দেওয়া হল;

সেই শাসনকর্তা তাঁকে ছেড়ে দিলেন।

21 তিনি তাঁকে তাঁর রাজবাড়ীর ও তাঁর সমস্ত সম্পত্তির কর্তা করলেন,

22 যাতে তাঁর ইচ্ছা অনুসারে তিনি রাজকর্মচারীদের শাসনে রাখেন

আর বৃদ্ধ নেতাদের পরামর্শ দেন।

23 তারপর ইস্রায়েল মিসরে গেলেন;

হাম-বংশীয়দের দেশে যাকোব কিছুকাল বাস করলেন।

24 সদাপ্রভু তাঁর নিজের লোকদের বংশ অনেক বাড়িয়ে দিলেন;

শত্রুদের চেয়ে তিনি তাদের শক্তিশালী করলেন।

25 তাঁর লোকদের বিরুদ্ধে তিনি শত্রুদের অন্তরে

ঘৃণা জাগিয়ে দিলেন,

তাতে তারা তাঁর দাসদের সংগে চালাকি খাটিয়ে চলতে লাগল।

26 তিনি তাঁর দাস মোশিকে

আর তাঁর বেছে নেওয়া হারোণকে পাঠিয়ে দিলেন;

27 তাঁদের দিয়ে সদাপ্রভু হাম-বংশীয়দের দেশে

সকলের সামনে নানা রকম চিহ্ন ও আশ্চর্য কাজ করলেন।

28 তিনি অন্ধকার পাঠালেন, তাতে অন্ধকার হল;

তাঁর বাক্যের বিরুদ্ধে তারা বিদ্রোহ করল না।

29 তাদের জল তিনি রক্ত করে দিলেন,

তাতে সব মাছ মরে গেল।

30 দেশ ব্যাঙে কিল্‌বিল্‌ করতে লাগল;

এমন কি, তাদের রাজার ঘরে গিয়েও সেগুলো ঢুকল।

31 তাঁর কথায় ঝাঁকে ঝাঁকে পোকা আসল,

তাদের দেশ মশাতে ছেয়ে গেল।

32 তিনি বৃষ্টির মত করে তাদের উপর শিলা ফেললেন,

সারা দেশে বিদ্যুৎ চমকাতে লাগল।

33 তাদের আংগুর লতা আর ডুমুর গাছে তিনি আঘাত করলেন

আর দেশের সব গাছপালা ভেংগে দিলেন।

34 তাঁর কথায় পংগপাল আর অসংখ্য ফড়িং আসল;

35 সেগুলো দেশের গাছ-গাছড়া আর জমির ফসল খেয়ে ফেলল।

36 তারপর তিনি মিসরীয়দের যৌবনের শক্তির প্রথম ফল,

অর্থাৎ দেশের সব প্রথম সন্তানকে আঘাত করলেন।

37 তিনি সোনা-রূপা সহ ইস্রায়েলীয়দের বের করে আনলেন;

তাদের গোষ্ঠীগুলোর মধ্যে কেউ ক্লান্ত হয়ে পড়ে নি।

38 তাদের চলে যাওয়া দেখে মিসরীয়েরা খুশী হয়েছিল,

কারণ তারা ইস্রায়েলীয়দের ভীষণ ভয় করত।

39 তাদের আড়াল করার জন্য তিনি তাঁর সেই মেঘটি মেলে দিলেন,

আর রাতে আলো দেবার জন্য দিলেন আগুন।

40 তারা খাবার চেয়েছিল বলে তিনি তাদের ভারুই পাখী এনে দিলেন;

স্বর্গ থেকে রুটি দিয়ে তাদের তৃপ্ত করলেন।

41 তিনি পাথর খুলে দিলেন, তাতে জল বেরিয়ে আসল;

শুকনা জায়গার মধ্য দিয়ে তা নদীর মত বয়ে গেল।

42 তাঁর দাস অব্রাহামের কাছে তিনি যে পবিত্র প্রতিজ্ঞা করেছিলেন

তা তিনি মনে করলেন।

43 আনন্দ ও আনন্দ-গানের সংগে

তাঁর বাছাই করা লোকদের তিনি বের করে আনলেন।

44 তিনি অন্যান্য জাতির দেশ ইস্রায়েলীয়দের দিলেন

আর সেই সব জাতির পরিশ্রমের ফল

তাঁর লোকদের নিতে দিলেন,

45 যাতে তারা তাঁর নিয়ম পালন করে

আর তাঁর আইন-কানুন মেনে চলে।

সদাপ্রভুর প্রশংসা হোক।