গীতসংহিতা 111

1 সদাপ্রভুর প্রশংসা হোক। আমি সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর গৌরব করব,

গৌরব করব ঈশ্বরভক্তদের দলের মধ্যে,

গৌরব করব সভার লোকদের মধ্যে।

2 সদাপ্রভুর সব কাজ মহৎ;

যারা তাতে আনন্দিত হয়

তারা সেই সব নিয়ে ধ্যান করে।

3 তাঁর কাজ গৌরব ও মহিমায় পূর্ণ,

তাঁর সততা চিরকাল স্থায়ী।

4 তিনি তাঁর আশ্চর্য কাজগুলো স্মরণীয় করে রাখলেন;

তিনি দয়াময় এবং মমতায় পূর্ণ।

5 তাঁর ভক্তদের তিনি খাবার যুগিয়ে দেন;

তাঁর স্থাপন করা ব্যবস্থা তিনি কখনও ভুলবেন না।

6 অন্যান্য জাতির দেশ অধিকার হিসাবে তাঁর লোকদের দিয়ে

তিনি তাঁর কাজের শক্তি তাদের দেখিয়েছেন।

7 তাঁর সব কাজে তিনি বিশ্বস্ত ও ন্যায়ে পূর্ণ;

তাঁর সমস্ত নিয়ম বিশ্বাসযোগ্য।

8 সেই নিয়মগুলো চিরকাল স্থায়ী;

তা বিশ্বস্ততা ও সততার সংগে স্থাপন করা হয়েছে।

9 তাঁর লোকদের জন্য তিনি মুক্তির বন্দোবস্ত করেছেন;

তিনি আদেশ দিয়ে চিরকালের জন্য তাঁর ব্যবস্থা স্থাপন করেছেন।

তিনি পবিত্র; তিনি ভয় ও ভক্তি জাগান।

10 সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় হল জ্ঞানের ভিত্তি;

যারা সেই অনুসারে কাজ করে তারা সুবুদ্ধি পায়।

সদাপ্রভুর প্রশংসা চিরকাল স্থায়ী।