1 সদাপ্রভুর প্রশংসা হোক। যে সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করে
এবং তাঁর আদেশে খুব আনন্দিত হয় সে ধন্য।
2 তার বংশধরেরা পৃথিবীতে শক্তিশালী হবে;
অন্তরে যে খাঁটি তার বংশ আশীর্বাদ পাবে।
3 তার ঘরে ধন ও সম্পদ থাকবে;
তার সততা চিরকাল স্থায়ী।
4 যে অন্তরে খাঁটি তার জন্য অন্ধকারেও আলো দেখা দেয়,
কারণ সে দয়ালু, মমতায় পূর্ণ ও সৎ।
5 যে দয়া করে ও ধার দেয় আর ন্যায়ভাবে সব কাজ করে
তার মংগল হয়।
6 সে সব সময় স্থির থাকবে;
ঈশ্বরভক্ত লোককে মানুষ চিরকাল মনে রাখবে।
7 অমংগলের সংবাদেও সে ভয় পাবে না;
তার অন্তর স্থির আর সে সদাপ্রভুর উপর নির্ভর করে।
8 তার অন্তর সুস্থির বলে সে ভয় করে না;
শেষে সে তার শত্রুদের পরাজয় দেখবে।
9 সে খোলা হাতে গরীবদের দান করেছে;
তার সততা চিরকাল স্থায়ী,
তার শক্তি ও সম্মান বৃদ্ধি পাবে।
10 দুষ্ট লোক তা দেখে বিরক্ত হবে;
সে দাঁতে দাঁত ঘষবে ও শেষ হয়ে যাবে।
দুষ্টদের আশা-ভরসা নিষ্ফল হবে।