উপরে ওঠার গান।
1 সদাপ্রভু যখন সিয়োনকে আবার আগের অবস্থায়
ফিরিয়ে আনলেন,
তখন মনে হল আমরা যেন স্বপ দেখছি।
2 তখন আমাদের মুখ ছিল হাসিতে ভরা,
আর জিভ্ ছিল আনন্দের গানে পূর্ণ।
অন্যান্য জাতির লোকেরা তখন বলাবলি করেছিল,
“সদাপ্রভু ওদের জন্য অনেক মহৎ কাজ করেছেন।”
3 সদাপ্রভু আমাদের জন্য অনেক মহৎ কাজ করেছেন,
তাই আমরা আনন্দ করতে লাগলাম।
4 হে সদাপ্রভু, নেগেভ মরু-এলাকার জলস্রোতের মত করে
তুমি আগের অবস্থায় আমাদের ফিরিয়ে আন।
5 যারা চোখের জলের সংগে বীজ বোনে
তারা আনন্দে চিৎকার করতে করতে ফসল কাটবে।
6 যে লোক কাঁদতে কাঁদতে বীজ বুনতে যায়
সে শস্যের বোঝা নিয়ে
আনন্দে চিৎকার করতে করতে নিশ্চয়ই ফিরে আসবে।