1 বাবিলের নদীগুলোর ধারে বসে আমরা যখন সিয়োনের কথা মনে করতাম
তখন আমাদের চোখ দিয়ে জল পড়ত।
2 সেখানকার উইলো গাছে আমাদের বীণাগুলো
আমরা টাংগিয়ে রাখতাম।
3 যারা আমাদের বন্দী করে নিয়ে গিয়েছিল
সেখানে তারা আমাদের গান গাইতে বলত;
সেই অত্যাচারীরা আমাদের কাছ থেকে
আনন্দের গান শুনতে চাইত;
তারা বলত, “তোমরা সিয়োনের একটা গান আমাদের শোনাও।”
4 কিন্তু বিদেশের মাটিতে আমরা কেমন করে
সদাপ্রভুর গান গাইতে পারতাম?
5 হে যিরূশালেম, যদি আমি তোমাকে ভুলে যাই
তবে আমার ডান হাত যেন অকেজো হয়ে যায়।
6 যদি আমি তোমাকে মনে না রাখি,
যদি যিরূশালেমকে আমার সবচেয়ে বেশী
আনন্দের জিনিস বলে মনে না করি,
তবে আমার জিভ্ যেন আমার তালুতে লেগে যায়।
7 হে সদাপ্রভু, যিরূশালেমের ধ্বংসের দিনে
ইদোমীয়েরা যা করেছিল তা মনে করে দেখ;
তারা বলেছিল, “ধ্বংস কর,
একেবারে এর ভিত্তি পর্যন্ত ধ্বংস করে ফেল।”
8 ওহে বাবিল কন্যা, তোমাকে ধ্বংস করা হবে;
তুমি যেমন আমাদের প্রতি করেছ,
যে লোক তোমার প্রতি তা করবে সে ধন্য!
9 যে লোক তোমার শিশুদের ধরে পাথরের উপরে আছড়াবে
সে ধন্য!