হিতোপদেশ 22

1 প্রচুর ধনের চেয়ে সুনাম বেছে নেওয়া ভাল;

রূপা ও সোনার চেয়ে অন্যের ভালবাসা পাওয়া ভাল।

2 ধনী-গরীব একটা ব্যাপারে সমান-

সদাপ্রভু তাদের সকলকেই তৈরী করেছেন।

3 সতর্ক লোক বিপদ দেখে আশ্রয় নেয়,

কিন্তু বোকা লোকেরা বিপদ দেখেও চলতে থাকে

আর তার দরুন শাস্তি পায়।

4 নম্রতা ও সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয়

ধন, সম্মান ও জীবন আনে।

5 কুটিল লোকের পথে থাকে কাঁটা ও ফাঁদ,

কিন্তু যে নিজেকে সাবধানে রাখে

সে সেগুলো থেকে দূরে থাকে।

6 ছেলে বা মেয়ের প্রয়োজন অনুসারে তাকে শিক্ষা দাও,

সে বুড়ো হয়ে গেলেও তা থেকে সরে যাবে না।

7 গরীবের উপর ধনী কর্তা হয়,

আর ঋণী ঋণদাতার চাকর হয়।

8 যে লোক দুষ্টতার বীজ বোনে সে বিপদের ফসল কাটবে;

সে রাগের বশে যে অত্যাচার করে তা বন্ধ হয়ে যাবে।

9 যে দানশীল লোক তার খাবারের ভাগ থেকে গরীবদের দেয়

সে আশীর্বাদ পাবে।

10 বিদ্রূপ কারীকে তাড়িয়ে দাও, গোলমালও দূর হবে;

ঝগড়া-বিবাদ ও অপমান শেষ হয়ে যাবে।

11 যে লোক খাঁটি অন্তর ভালবাসে আর দয়াপূর্ণ কথাবার্তা বলে

সে রাজার বন্ধুত্ব লাভ করে।

12 সদাপ্রভু জ্ঞান রক্ষা করেন,

কিন্তু তিনি অবিশ্বস্তদের কথাবার্তা বিফল করে দেন।

13 অলস বলে, “বাইরে সিংহ আছে,

রাস্তায় গেলে আমি মারা পড়ব।”

14 ব্যভিচারিণীর কথাবার্তা যেন গভীর গর্ত;

যে লোক সদাপ্রভুর ক্রোধের পাত্র সে তার মধ্যে পড়বে।

15 ছেলে বা মেয়ের অন্তরে বোকামি যেন বাঁধা থাকে,

কিন্তু শাসনের লাঠি তা তার কাছে থেকে দূর করে দেয়।

16 ধন লাভের জন্য যে লোক গরীবের উপর অত্যাচার করে

কিম্বা যে লোক ধনীদের দান করে

তাদের দু’জনেরই অভাব হয়।

জ্ঞানী লোকদের উপদেশ

17 জ্ঞানীদের কথায় কান দাও, তাঁরা যা বলেছেন তা শোন;

আমি তোমাকে যে শিক্ষা দিই তাতে তুমি মনোযোগ দাও।

18 সেই শিক্ষা তোমার অন্তরে রাখলে তুমি সুখী হবে;

তা সব সময় তোমার ঠোঁটের আগায় থাকুক।

19 তুমি যাতে সদাপ্রভুর উপর নির্ভর করতে পার

সেইজন্য আমি আজ তোমাকে, তোমাকেই এই সব জানালাম।

20 পরামর্শ ও জ্ঞান সম্বন্ধে আমি কি তোমার জন্য

ত্রিশটা উপদেশের কথা লিখি নি?

21 আমি কি তোমাকে সত্য ও নির্ভরযোগ্য বাক্য শিক্ষা দিই নি,

যাতে তুমি তা দিতে পার তাদের কাছে

যারা তোমাকে পাঠিয়েছে?

(1)

22 একজন লোক অসহায় বলে জোর করে তার জিনিস নিয়ো না,

আর বিচার-স্থানে অভাবীর সর্বনাশ কোরো না;

23 কারণ সদাপ্রভু মামলায় তাদের পক্ষ নেবেন,

আর যারা তাদের জিনিস কেড়ে নেয়

তিনি তাদের প্রাণ কেড়ে নেবেন।

(2)

24 বদমেজাজী লোকের সংগে বন্ধুত্ব কোরো না;

যে সহজে রেগে যায় তার সংগে মেলামেশা কোরো না।

25 তা করলে তুমি তার মত চলাফেরা করতে শিখবে

আর নিজেকে ফাঁদে ফেলবে।

(3)

26 হাতে হাত রেখে কারও ঋণের জামিন হোয়ো না;

27 তুমি যদি তা শোধ দিতে না পার

তবে তোমার গায়ের নীচ থেকে

তোমার বিছানাটা পর্যন্ত কেড়ে নেওয়া হবে।

(4)

28 তোমার পূর্বপুরুষেরা সীমানার যে চিহ্ন-পাথর

স্থাপন করে গেছেন,

সেই চিহ্ন তুমি সরিয়ে দিয়ো না।

(5)

29 তুমি কি এমন কোন লোককে দেখেছ

যে পাকা হাতে কাজ করে?

সে রাজাদের জন্য কাজ করবে,

সাধারণ লোকদের অধীনে কাজ করবে না।

(6)