হিতোপদেশ 25

শলোমনের আরও কিছু উপদেশ

1 এগুলো শলোমনের বলা আরও সৎ উপদেশ।

যিহূদার রাজা হিষ্কিয়ের লোকেরা এগুলো সংগ্রহ করে

আবার লিখে নিয়েছিলেন।

2 ঈশ্বর কোন বিষয় গোপন রাখলে তাতে তাঁর গৌরব হয়;

রাজারা কোন বিষয় তদন্ত করে প্রকাশ করলে

তাতে তাঁদের গৌরব হয়।

3 আকাশ যেমন উঁচু আর পৃথিবী গভীর,

তেমনি রাজাদের অন্তরের খোঁজ করা যায় না।

4 রূপা থেকে খাদ বের করে ফেল,

তাহলে স্বর্ণকার তা দিয়ে

সুন্দর জিনিস তৈরী করতে পারবে।

5 দুষ্ট কর্মচারীকে রাজার সামনে থেকে সরিয়ে দাও,

তাহলে ন্যায় কাজের মধ্য দিয়ে তাঁর সিংহাসন স্থির থাকবে।

6 রাজার সামনে নিজেকে জাহির কোরো না;

মহৎ লোকদের মধ্যে নিজের জন্য স্থান দাবি কোরো না;

7 কারণ তুমি যেমন আগে হতে দেখেছ

সেইভাবে উঁচু পদের লোকের সামনে নীচু হওয়ার চেয়ে

বরং তোমাকে বলা ভাল, “এখানে উঠে আসুন।”

8 তাড়াতাড়ি আদালতে যেয়ো না,

কারণ শেষে তোমার প্রতিবেশী যদি তোমাকে লজ্জায় ফেলে

তখন তুমি কি করবে?

9 প্রতিবেশীর বিরুদ্ধে যদি মামলা কর

তবে অন্যের গোপন কথা প্রকাশ করে দিয়ো না;

10 যদি তা কর তাহলে যে শুনবে সে তোমার নিন্দা করবে,

আর তোমার বদনাম কখনও ঘুচবে না।

11 সময়মত বলা কথা যেন কারুকাজ করা রূপার উপরে বসানো

সোনার ফল।

12 সোনার দুল কিম্বা ভাল সোনার গহনা যেমন,

তেমনি বাধ্য লোকের কানে জ্ঞানী লোকের সংশোধনের কথা।

13 বিশ্বস্ত সংবাদদাতা তার মনিবদের কাছে

যেন ফসল কাটবার সময়ে ঠাণ্ডা তুষার;

কারণ যারা তাকে পাঠিয়েছিল সে সেই মনিবদের প্রাণ জুড়ায়।

14 যে লোক দান করবার বিষয়ে বড় বড় কথা বলে

অথচ তা করে না,

সে এমন কুয়াশা ও বাতাসের মত

যার সাথে কোন বৃষ্টি আসে না।

15 রাগ দমনে রাখলে নেতাকে নিজের পক্ষে আনা যায়;

নম্র কথাবার্তা হাড় ভেংগে ফেলতে পারে।

16 তুমি মধু পেলে পরিমাণ মত খেয়ো,

বেশী খেলে বমি করবে।

17 প্রতিবেশীর ঘরে কম যেয়ো,

বেশী গেলে সে তোমাকে অপছন্দ করবে।

18 যে লোক প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়

সে গদা, তলোয়ার ও ধারালো তীরের মত।

19 বিপদের সময় অবিশ্বস্ত লোকের উপর নির্ভর করা

খারাপ দাঁত ও খোঁড়া পায়ের মত।

20 যার মন খারাপ তার কাছে যে গান করে

সে এমন লোকের মত যে শীতের দিনে কাপড় খুলে ফেলে

কিম্বা সোডার উপরে সির্কা দেয়।

21 তোমার শত্রুর যদি খিদে পায় তাকে খেতে দাও,

যদি তার পিপাসা পায় তাকে জল দাও;

22 তা করলে তুমি তার মাথায় জ্বলন্ত কয়লা গাদা করে রাখবে,

আর সদাপ্রভু তোমাকে পুরস্কার দেবেন।

23 উত্তর দিকের বাতাস যেমন বৃষ্টি আনে,

তেমনি নিন্দাকারীর কথায় অন্যের মুখে রাগের ভাব দেখা যায়।

24 ঝগড়াটে স্ত্রীর সংগে ঘরের মধ্যে বাস করবার চেয়ে

বরং ছাদের এক কোণায় একা বাস করা ভাল।

25 পিপাসিত লোকের জন্য যেমন ঠাণ্ডা জল,

তেমনি দূর দেশ থেকে আসা ভাল সংবাদ।

26 ঘোলা করে ফেলা আর দূষিত করা ফোয়ারার জল যেমন,

দুষ্ট লোকের দরুন পাপে পড়া ঈশ্বরভক্ত লোক তেমনি।

27 বেশী মধু খাওয়া ভাল নয়;

গৌরব পাবার জন্য চেষ্টা করাও ভাল নয়।

28 যে লোক নিজেকে দমন করতে পারে না

সে এমন শহরের মত যার দেয়াল ভেংগে ফেলা হয়েছে।