1 এটা সবচেয়ে সুন্দর গান। এই গান শলোমনের।
2 তুমি চুম্বনে চুম্বনে আমাকে ভরে দাও,
কারণ তোমার ভালবাসা আংগুর-রসের চেয়েও ভাল।
3 তোমার তেলের সুগন্ধ আনন্দ দান করে;
ঢেলে দেওয়া সুগন্ধির মতই তোমার নাম।
তাই তো মেয়েরা তোমাকে ভালবাসে।
4 আমি রাজাকে বললাম, “তুমি আমাকে তোমার সংগে নাও;
চল, আমরা তাড়াতাড়ি যাই।”
তিনি আমাকে তাঁর ঘরে নিয়ে গেলেন।
আমরা আপনাকে নিয়ে আনন্দ করব ও খুশী হব;
আংগুর-রসের চেয়েও আপনার ভালবাসার বেশী প্রশংসা করব।
তারা যে তোমাকে ভালবাসে তা ঠিকই করে।
5 হে যিরূশালেমের মেয়েরা,
আমি কেদরের তাম্বুর মত কালো
কিন্তু শলোমনের তাম্বুর পর্দার মত সুন্দরী।
6 আমি কালো বলে আমার দিকে এইভাবে তাকিয়ে থেকো না,
কারণ সূর্য আমার রং কালো করেছে।
আমার ভাইয়েরা আমার উপর রাগ করে
আংগুর ক্ষেতের দেখাশোনার ভার আমাকে দিয়েছে,
সেইজন্য আমার নিজের আংগুর ক্ষেতের দেখাশোনা আমি করি নি।
7 হে আমার প্রিয়তম, তুমি আমাকে বল,
কোথায় তোমার ভেড়ার পাল তুমি চরাও?
তোমার ভেড়াগুলোকে দুপুরে কোথায় বিশ্রাম করাও?
তোমার সংগী রাখালদের ভেড়ার পালের কাছে
কেন আমি ঘোমটা দেওয়া বেশ্যার মত যাব?
8 হে সেরা সুন্দরী, তুমি যদি তা না জান
তবে ভেড়ার পালের পায়ের চিহ্ন ধরে এসে
রাখালদের তাম্বুগুলোর কাছে তোমার সব ছাগলের বাচ্চা চরাও।
9 হে আমার প্রিয়তমা,
ফরৌণের রথের এক স্ত্রী-ঘোড়ার সংগে
আমি তোমার তুলনা করেছি।
10 তোমার গালের দু’পাশ দিয়ে কানের দুল ঝুলছে,
তাতে তোমার গাল সুন্দর দেখাচ্ছে
আর গলার হার তোমার গলায় সুন্দর মানাচ্ছে।
11 আমরা তোমার জন্য সোনার কারুকাজ করা
রূপার কানের দুল তৈরী করব।
12 রাজা যখন তাঁর বিছানায় ছিলেন
তখন আমার সুগন্ধি সুগন্ধ ছড়াতে লাগল।
13 আমার প্রিয় আমার কাছে যেন গন্ধরস রাখার ছোট থলি
যা আমার বুকের মাঝখানে থাকে।
14 আমার প্রিয় আমার কাছে যেন এক গোছা মেহেদী ফুল
যা ঐন্-গদীর আংগুর ক্ষেতে জন্মায়।
15 প্রিয়া আমার, কি সুন্দরী তুমি!
হ্যাঁ, তুমি সুন্দরী।
তোমার চোখ দু’টা ঘুঘুর মত।
16 প্রিয় আমার, কি সুন্দর তুমি!
হ্যাঁ, তুমি খুবই সুন্দর।
আমাদের বিছানা পাতা-ভরা ডাল দিয়ে তৈরী।
17 এরস গাছ আমাদের ঘরের কড়িকাঠ,
আর বেরস গাছ আমাদের ঘরের ছাদের বীম।