1 আমি যেন শারোণের একটা গোলাপ,
উপত্যকার লিলি ফুল।
2 কাঁটাবনের মধ্যে যেমন লিলি ফুল,
মেয়েদের মধ্যে তেমনি আমার প্রিয়া।
3 বনের গাছপালার মধ্যে যেমন আপেল গাছ,
তেমনি যুবকদের মধ্যে আমার প্রিয়।
আমি তাঁর ছায়াতে বসে আনন্দ পাই,
আমার মুখে তাঁর ফল মিষ্টি লাগে।
4 তিনি আমাকে ভোজের ঘরে নিয়ে গেলেন,
আর পতাকা টাংগাবার মত করে
আমার প্রতি তাঁর ভালবাসা ঘোষণা করলেন।
5 কিশ্মিশ খাইয়ে আমাকে শক্তিশালী কর
আর আপেল খাইয়ে আমাকে তাজা করে তোলো,
কারণ ভালবাসায় আমি দুর্বল হয়ে গেছি।
6 আমার মাথার নীচে আছে তাঁর বাঁ হাত,
আর ডান হাত আমাকে জড়িয়ে ধরেছে।
7 হে যিরূশালেমের মেয়েরা,
আমি কৃষ্ণসার ও মাঠের হরিণীদের নামে অনুরোধ করে বলছি,
তোমরা ভালবাসাকে জাগায়ো না বা উত্তেজিত কোরো না
যতক্ষণ না তার উপযুক্ত সময় হয়।
8 ঐ শোন, আমার প্রিয়ের শব্দ,
ঐ দেখ, তিনি আসছেন;
তিনি পাহাড়-পর্বতের উপর দিয়ে
লাফিয়ে লাফিয়ে আসছেন।
9 আমার প্রিয় যেন কৃষ্ণসার কিম্বা হরিণের বাচ্চা।
ঐ দেখ, তিনি আমাদের দেয়ালের পিছনে দাঁড়িয়ে আছেন,
তিনি জানলা দিয়ে তাকিয়ে দেখছেন,
জাফরির মধ্য দিয়ে উঁকি মারছেন।
10 আমার প্রিয় আমাকে বললেন,
“প্রিয়া আমার, ওঠো;
সুন্দরী আমার, আমার সংগে এস।
11 দেখ, শীতকাল চলে গেছে;
বর্ষা শেষ হয়েছে, চলেও গেছে।
12 মাঠে মাঠে ফুল ফুটেছে,
এসেছে গানের মৌসুম;
আমাদের দেশে ঘুঘুর ডাক শোনা যাচ্ছে।
13 ডুমুর গাছে ফল ধরতে শুরু হয়েছে;
আংগুর লতায় ফুল ধরে সুগন্ধ ছড়াচ্ছে।
প্রিয়া আমার, ওঠো, এস;
সুন্দরী আমার, এস আমার সংগে।”
14 ঘুঘু আমার, তুমি পাহাড়ের ফাটলে,
পাহাড়ের গায়ের লুকানো জায়গায় রয়েছ;
আমাকে তোমার মুখ দেখাও,
তোমার গলার স্বর শুনতে দাও,
কারণ তোমার স্বর মিষ্টি আর মুখের চেহারা সুন্দর।
15 তোমরা সেই শিয়ালগুলোকে,
সেই ছোট ছোট শিয়ালগুলোকে ধর,
কারণ তারা আমাদের আংগুর ক্ষেতগুলো নষ্ট করে;
আমাদের আংগুর ক্ষেতে ফুলের কুঁড়ি ধরেছে।
16 আমার প্রিয় আমারই আর আমি তাঁরই;
তিনি লিলি ফুলের বনে চরেন।
17 হে আমার প্রিয়, তুমি ফিরে এসো;
যতক্ষণ না ভোর হয় আর অন্ধকার চলে যায়
ততক্ষণ তুমি থাক।
খাড়া পাহাড়ের উপরে তুমি কৃষ্ণসার
কিম্বা বাচ্চা হরিণের মত হও।