1 যে বিবেচনাহীন লোক বাঁকা কথা বলে
তার চেয়ে সেই গরীব লোকটি ভাল
যে সততায় চলাফেরা করে।
2 আবার জ্ঞানহীন হওয়াও ভাল নয়;
যে লোক তাড়াহুড়া করে সব কাজ করতে যায়
সে ভুল করে।
3 মানুষের নিজের বোকামিই তাকে বিপথে নিয়ে যায়,
কিন্তু তবুও তার অন্তর সদাপ্রভুর বিরুদ্ধে ক্ষেপে ওঠে।
4 ধন অনেক বন্ধু নিয়ে আসে,
কিন্তু তবুও গরীব লোক তার বন্ধু হারায়।
5 মিথ্যা সাক্ষী শাস্তি পাবেই পাবে;
যে সাক্ষী মিথ্যা কথা বলে সে রেহাই পাবে না।
6 উঁচু পদের লোকের দয়া পাবার জন্য
অনেকেই তার খোসামোদ করে,
আর যে দান করে সবাই তার বন্ধু হয়।
7 গরীবকে তার আত্মীয়-স্বজনেরা সবাই যখন এড়িয়ে চলে
তখন এটা নিশ্চিত যে, তার বন্ধু-বান্ধবেরা
তার কাছ থেকে দূরে থাকবে;
তার কাকুতি-মিনতিতে তারা কান দেবে না।
8 যে নিজেকে ভালবাসে সে বুদ্ধি লাভ করে;
যে বিচারবুদ্ধি ব্যবহার করে চলে সে আশীর্বাদ পায়।
9 মিথ্যা সাক্ষী শাস্তি পাবেই পাবে;
যে সাক্ষী মিথ্যা কথা বলে সে ধ্বংস হবে।
10 বিবেচনাহীনের পক্ষে সুখভোগ করা যখন উপযুক্ত নয়,
তখন দাসের পক্ষে রাজপুরুষদের উপর কর্তা হওয়া
আরও অনুপযুক্ত।
11 যে মানুষের বুদ্ধি আছে সেই বুদ্ধি তাকে সহজে
রাগ করতে দেয় না;
তার বিরুদ্ধে কেউ দোষ করলে তা না ধরা তার পক্ষে গৌরব।
12 রাজার রাগ সিংহের গর্জনের মত,
কিন্তু তার দয়া যেন ঘাসের উপরে পড়া শিশির।
13 বিবেচনাহীন ছেলে তার বাবার সর্বনাশের কারণ হয়,
আর ঝগড়াটে স্ত্রী টপ্ টপ্ করে ফোঁটা পড়বার মত।
14 ঘর-বাড়ী ও ধন বাবার কাছ থেকে পাওয়া যায়,
কিন্তু বুদ্ধিমতী স্ত্রী পাওয়া যায় সদাপ্রভুর কাছ থেকে।
15 অলসতা গাঢ় ঘুম নিয়ে আসে;
অলস লোক খিদেয় কষ্ট পায়।
16 যে লোক ঈশ্বরের আইন-কানুন পালন করে সে তার জীবন রক্ষা করে;
কিন্তু যে তার জীবন-পথের দিকে মনোযোগ দেয় না সে মরবে।
17 যে লোক গরীবকে দয়া করে সে সদাপ্রভুকে ধার দেয়;
সদাপ্রভুই তার সেই উপকারের প্রতিদান দেবেন।
18 তোমার ছেলেকে শাসন কর, কারণ তাতে আশা আছে;
তার মৃত্যু ঘটাতে চেয়ো না।
19 অতিরিক্ত রাগী লোককে শাস্তি পেতে হবে;
তাকে একবার রক্ষা করলে বার বার তা করতে হবে।
20 উপদেশে কান দাও, শাসন মেনে চল;
পরে তুমি জ্ঞানী হতে পারবে।
21 মানুষের মনে অনেক পরিকল্পনা থাকে,
কিন্তু সদাপ্রভু যা ঠিক করেছেন তা-ই হবে।
22 মানুষ মানুষের কাছ থেকে অটল ভালবাসা পেতে চায়;
মিথ্যাবাদীর চেয়ে গরীব লোক ভাল।
23 সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় পরিপূর্ণ জীবনের দিকে নিয়ে যায়;
যার সেই জীবন আছে সে পরিতৃপ্ত থাকে,
কোন বিপদ তার কাছে আসতে পারে না।
24 অলস থালায় হাত ডুবায়;
সে হাতটা মুখে তুলতেও চায় না।
25 ঠাট্টা-বিদ্রূপ কারীকে মার দিলে বোকা লোক সতর্ক হবে;
বুদ্ধিমানকে সংশোধন করলে সে জ্ঞান লাভ করবে।
26 যে ছেলে বাবার উপর অত্যাচার করে আর মাকে তাড়িয়ে দেয়,
সে তাদের উপর লজ্জা ও অপমান ডেকে নিয়ে আসে।
27 ছেলে আমার, যদি তুমি শাসন না মান
তবে তুমি জ্ঞানের শিক্ষা থেকে অন্যদিকে সরে যাবে।
28 দুষ্ট সাক্ষী ন্যায়বিচার নিয়ে ঠাট্টা করে;
দুষ্টেরা অন্যায়ের মধ্যে ডুবে থাকে।
29 ঠাট্টা-বিদ্রূপ কারীদের জন্য প্রস্তুত করা হয়েছে শাস্তি,
আর বিবেচনাহীনদের পিঠের জন্য রয়েছে চাবুক।