1 ঝগড়া-বিবাদে ভরা ভোজের ঘরের চেয়ে
শান্তির সংগে এক টুকরা শুকনা রুটিও ভাল।
2 পরিবারে অসম্মান আনা ছেলের উপরে বুদ্ধিমান চাকর কর্তা হয়,
আর ভাইদের মধ্যে সে-ও সম্পত্তির অধিকার পায়।
3 রূপা যাচাই করবার জন্য আছে গলাবার পাত্র
আর সোনার জন্য আছে চুলা,
কিন্তু সদাপ্রভুই অন্তর যাচাই করেন।
4 দুষ্ট লোক মন্দ কথা শোনে;
মিথ্যাবাদী সর্বনাশের কথায় কান দেয়।
5 যে লোক গরীবকে ঠাট্টা করে সে তাদের সৃষ্টিকর্তাকে অপমান করে;
যে অন্যদের বিপদে আনন্দ করে সে শাস্তি পাবেই পাবে।
6 নাতি-নাতনী বুড়ো লোকের মুকুটের মত,
আর বাবা তার ছেলেমেয়েদের গর্বের বিষয়।
7 নীচমনা লোকের পক্ষে বড় বড় কথা বলা মানায় না,
আবার উঁচু পদের লোকের পক্ষেও মিথ্যা কথা বলা মানায় না।
8 যে লোক ঘুষ দেয় তার কাছে ওটা সৌভাগ্যের পাথরের মত;
সে যে দিকে ফেরে সেই দিকেই সফল হয়।
9 যে লোক অন্যায় ঢাকা দেয় সে ভালবাসা বাড়িয়ে তোলে,
কিন্তু যে তা বলে বেড়ায় সে বন্ধুত্বে ভাংগন ধরায়।
10 বিবেচনাহীনের কাছে চাবুকের একশোটা ঘা যত না লাগে,
একবার বকুনি খেলে বুদ্ধিমানের তার চেয়ে বেশী লাগে।
11 বিদ্রোহী কেবলই মন্দের দিকে ঝোঁকে;
তার বিরুদ্ধে একজন নিষ্ঠুর দূতকে পাঠানো হবে।
12 যে বিবেচনাহীন লোক বোকামির মধ্যে পড়ে আছে
তার সংগে দেখা হওয়ার চেয়ে
বাচ্চা চুরি হওয়া ভাল্লুকের সংগে দেখা হওয়া বরং ভাল।
13 যে লোক উপকারের বদলে অপকার করে,
অপকার কখনও তার বাড়ী ছাড়বে না।
14 ঝগড়া শুরু করা বাঁধ-ভাংগা জলের মত,
তাই তর্কাতর্কির শুরুতেই তা বাদ দিয়ো।
15 যারা দোষীকে নির্দোষ বলে ধরে আর যারা নির্দোষীকে দোষী করে,
তাদের উভয়কেই সদাপ্রভু ঘৃণা করেন।
16 জ্ঞান লাভের জন্য বিবেচনাহীন বোকা লোকের হাতে
টাকা থাকলে কি লাভ?
তার তো বুদ্ধি নেই।
17 বন্ধু সব সময়েই ভালবাসে,
আর ভাই থাকে দুর্দশার সময়ে সাহায্য করবার জন্য।
18 যে লোকের বিচারবুদ্ধির অভাব আছে
সে হাতে হাত মিলিয়ে চুক্তি করে আর বন্ধুর জামিন হয়।
19 যে লোক বিরুদ্ধ মনোভাব নিয়ে থাকতে ভালবাসে
সে ঝগড়া করতে ভালবাসে;
যে লোক বড়াই করে সে ধ্বংস ডেকে আনে।
20 যে লোকের অন্তর কুটিল তার মংগল হয় না;
যে লোক ছলনার কথা বলে সে বিপদে পড়ে।
21 বিবেচনাহীন সন্তান মা-বাবার জন্য দুঃখ নিয়ে আসে;
ভক্তিহীন সন্তানের বাবার আনন্দ বলতে কিছু নেই।
22 আনন্দিত অন্তর স্বাস্থ্য ভাল রাখে,
কিন্তু ভাংগা মন স্বাস্থ্য নষ্ট করে।
23 বিচারের রায় ঘুরিয়ে দেবার জন্য
দুষ্ট লোক লুকিয়ে রাখা ঘুষ নেয়।
24 যার বিচারবুদ্ধি আছে সে জ্ঞানের দিকে মনোযোগ দেয়,
কিন্তু বিবেচনাহীন লোকের মন দুনিয়ার সব দিকেই ঘুরে বেড়ায়।
25 বিবেচনাহীন ছেলে বাবাকে বিরক্ত করে তোলে,
আর যে তাকে গর্ভে ধরেছে তার মন সে তেতো করে দেয়।
26 নির্দোষ লোককে জরিমানা করা
কিম্বা উঁচু পদের লোকের সততার জন্য তাকে মারধর করা ঠিক নয়।
27 বুদ্ধিমান লোক নিজেকে দমনে রেখে কথা বলে;
যে লোকের বিচারবুদ্ধি আছে তার মেজাজ ঠাণ্ডা।
28 চুপ করে থাকলে অসাড়-বিবেক লোককেও জ্ঞানী মনে হয়,
আর মুখ বন্ধ রাখলে মনে হয় তার বিচারবুদ্ধি আছে।