ইস্রায়েলের শাসনকর্তাদের জন্য দুঃখ প্রকাশ
1 সদাপ্রভু আমাকে বললেন, “তুমি ইস্রায়েলের শাসনকর্তাদের জন্য বিলাপ করে বল,
2 ‘সিংহদের মধ্যে তোমার মা ছিল সেরা সিংহী।
সে যুব সিংহদের মধ্যে শুয়ে থাকত;
তার বাচ্চাদের সে লালন-পালন করত।
3 তার একটা বাচ্চা বড় হয়ে
শক্তিশালী সিংহ হয়ে উঠল।
সে পশু শিকার করতে শিখল
আর মানুষ খেতে লাগল।
4 জাতিরা তার বিষয় শুনতে পেল;
সে তাদের গর্তে ধরা পড়ল।
তারা তার নাকে কড়া লাগিয়ে
মিসর দেশে নিয়ে গেল।
5 “‘সেই সিংহী দেখল তার আশা পূর্ণ হল না;
সে যা চাইছিল তা হল না;
তখন সে তার আর একটা বাচ্চা নিয়ে
তাকে শক্তিশালী করে তুলল।
6 সেই বাচ্চা সিংহদের মধ্যে ঘোরাঘুরি করে
একটা শক্তিশালী সিংহ হয়ে উঠল।
সে পশু শিকার করতে শিখল
আর মানুষ খেতে লাগল।
7 সে তাদের দুর্গগুলো ভাঙ্গল
আর শহর সব ধ্বংস করে ফেলল।
তার গর্জনে দেশের সকলেই ভয় পেল।
8 তখন তার চারপাশের জাতিরা তার বিরুদ্ধে আসল।
তারা তার জন্য তাদের জাল পাতল,
আর সে তাদের গর্তে ধরা পড়ল।
9 নাকে কড়া লাগিয়ে তারা তাকে খাঁচায় রাখল
আর বাবিলের রাজার কাছে নিয়ে গেল।
তারা তাকে দুর্গে বন্ধ করে রাখল;
ইস্রায়েলের পাহাড়ে পাহাড়ে তার গর্জন আর শোনা গেল না।
10 “‘তোমার মা জলের ধারে লাগানো একটা আংগুর গাছের মত;
প্রচুর জল পাবার দরুন তা ছিল ফল ও ডালপালায় ভরা।
11 তার ডালগুলো ছিল শক্ত,
শাসনকর্তার রাজদণ্ড হওয়ার উপযুক্ত।
সেই গাছটা উঁচু হয়ে যেন মেঘ ছুঁলো;
সেইজন্য তার পাতা-ভরা ডালপালা সহজে নজরে পড়ল।
12 কিন্তু সদাপ্রভু তাঁর ক্রোধে সেটা উপ্ড়ে মাটিতে ফেলে দিলেন।
পূবের বাতাসে সেটা কুঁকড়ে গেল,
তার ফল ঝরে পড়ল;
তার শক্ত ডালগুলো ভেংগে শুকিয়ে গেল,
আর আগুন তা পুড়িয়ে ফেলল।
13 এখন সেটাকে মরুভূমিতে, শুকনা, জলহীন দেশে লাগানো হয়েছে।
14 তার গুঁড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ল;
তার ডাল ও ফল পুড়ে গেল।
শাসনকর্তার রাজদণ্ড হবার উপযুক্ত কোন শক্ত ডালই তাতে রইল না।’
“এটা একটা বিলাপ; দুঃখের গান হিসাবে এটা ব্যবহার করা হবে।”