গীতসংহিতা 80

গান পরিচালকের সংকলনের জন্য। সুর- “শাপলার সাক্ষ্য।” আসফের একটা গান।

1 হে ইস্রায়েলের পালক, তুমি আমাদের কথায় কান দাও;

তুমি যোষেফের বংশকে ভেড়ার পালের মত করে চালিয়ে নিচ্ছ।

তুমি করূবদের উপরে আছ,

তোমার আলো তুমি ছড়িয়ে দাও।

2 তুমি ইফ্রয়িম, বিন্যামীন ও মনঃশি-গোষ্ঠীর সামনে

তোমার শক্তিকে জাগিয়ে তোল

আর আমাদের উদ্ধার করতে এস।

3 হে ঈশ্বর, তুমি আগের অবস্থায় আমাদের ফিরিয়ে নিয়ে যাও;

তোমার দয়া আলোর মত করে আমাদের উপর পড়ুক,

আমরা তাতে উদ্ধার পাব।

4 হে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু ঈশ্বর,

তোমার লোকদের প্রার্থনাতে

আর কতকাল তুমি অসন্তুষ্ট থাকবে?

5 খাবার জিনিস হিসাবে তুমি চোখের জল তাদের খেতে দিয়েছ

আর প্রচুর চোখের জল পান করিয়েছ।

6 তুমি এমন করেছ যাতে প্রতিবেশী জাতিরা

আমাদের নিয়ে ঝগড়া-বিবাদ করে।

আমাদের শত্রুরা আমাদের নিয়ে

নিজেদের মধ্যে হাসি-তামাশা করে।

7 হে সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর,

আমাদের তুমি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাও;

তোমার দয়া আলোর মত করে আমাদের উপর পড়ুক,

আমরা তাতে উদ্ধার পাব।

8 তুমি একটা আংগুর লতার মত

মিসর দেশ থেকে আমাদের আনলে;

অন্যান্য জাতিদের তাড়িয়ে দিয়ে তুমি সেটা লাগালে।

9 তুমি তার জন্য জমি পরিষ্কার করলে;

তার শিকড় মাটিতে বসে সারা দেশ ছেয়ে গেল।

10 তার ছায়ায় পাহাড়-পর্বত ঢেকে গেল;

তার ডালপালা বড় বড় এরস গাছগুলো ঢেকে ফেলল।

11 সাগর পর্যন্ত সে তার ডালপালা

আর ইউফ্রেটিস নদী পর্যন্ত তার নতুন নতুন ডাল ছড়িয়ে দিল।

12 কেন তার রক্ষা-দেয়াল তুমি ভেংগে দিলে,

যার জন্য যারা তার পাশ দিয়ে যায় তারাই তার ফল ছেঁড়ে?

13 বনের শুয়োর এসে তা খেয়ে ফেলে;

মাঠের প্রাণীরাও তা খায়।

14 হে সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর, তুমি ফিরে এস;

স্বর্গ থেকে তুমি চেয়ে দেখ

আর এই আংগুর লতার দেখাশোনা কর,

15 যে চারাগাছকে তুমি নিজের হাতে লাগিয়েছ,

যার ডাল তোমার নিজের জন্য তুমি শক্তিশালী করেছ;

16 সেই গাছ আগুনে পুড়ে গেছে, তা কেটে ফেলা হয়েছে;

তোমার লোকেরা তোমার বকুনি খেয়ে শেষ হয়ে যাচ্ছে।

17 তোমার বেছে নেওয়া লোকের উপর তুমি হাত রাখ;

হাত রাখ সেই মানুষের উপর

যাকে তুমি নিজের জন্য শক্তিশালী করেছ।

18 তাহলে আমরা আর তোমার কাছ থেকে ফিরে যাব না;

তুমি আবার আমাদের জীবিত করে তোল,

আমরা তোমাকে তোমার যোগ্য সম্মান দেব।

19 হে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু ঈশ্বর,

তুমি আগের অবস্থায় আমাদের ফিরিয়ে নিয়ে যাও;

তোমার দয়া আলোর মত করে আমাদের উপর পড়ুক,

আমরা তাতে উদ্ধার পাব।