গীতসংহিতা 8

গান পরিচালকের সংকলনের জন্য। গিত্তীৎ। দায়ূদের গান।

1 হে সদাপ্রভু, আমাদের প্রভু,

সারা দুনিয়ায় রয়েছে তোমার মহিমার প্রকাশ;

স্বর্গে তোমার মহিমা তুমি স্থাপন করেছ।

2 ছোট ছেলেমেয়ে ও শিশুদের কথাকে

তুমি শক্তির দুর্গ করেছ;

তোমার শত্রুদের কথা ভেবেই তুমি তা করেছ,

যাতে তোমার শত্রু ও প্রতিশোধ গ্রহণকারীদের

তুমি থামিয়ে দিতে পার।

3 আমি যখন তোমার হাতে গড়া আকাশের দিকে তাকাই

আর সেখানে তোমার স্থাপিত চাঁদ আর তারাগুলো দেখি,

4 তখন ভাবি, মানুষ এমন কি যে, তুমি তার বিষয় চিন্তা কর?

মানুষের সন্তানই বা কি যে, তুমি তার দিকে মনোযোগ দাও?

5 তুমি মানুষকে স্বর্গদূতের চেয়ে সামান্য নীচু করেছ;

রাজমুকুট হিসাবে তুমি তাকে দান করেছ গৌরব ও সম্মান।

6 তোমার হাতের সৃষ্টির শাসনভার তুমি তারই হাতে দিয়েছ

আর তার পায়ের তলায় রেখেছ এই সব-

7 গরু ও ভেড়ার পাল আর পৃথিবীর অন্য সব পশু,

8 আকাশে উড়ে বেড়ানো পাখী,

সাগরের মাছ আর সাগর-পথে ঘুরে বেড়ানো অন্য সব প্রাণী।

9 হে সদাপ্রভু, আমাদের প্রভু,

সারা দুনিয়ায় রয়েছে তোমার মহিমার প্রকাশ।