গান পরিচালকের সংকলনের জন্য। সুর- “ধ্বংস কোরো না।” আসফের একটা গীত। একটা গান।
1 হে ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই,
আমরা তোমাকে ধন্যবাদ দিই,
কারণ তুমি কাছেই আছ;
লোকে তোমার আশ্চর্য কাজের কথা ঘোষণা করে।
2 তুমি বলে থাক, “ঠিক সময় আমিই বেছে নিই,
আমিই ন্যায়বিচার করি।
3 পৃথিবী ও তার মানব-সমাজের নিয়ম-শৃঙ্খলা যখন ভেংগে যায়,
তখন আমিই তার থামগুলো টিকিয়ে রাখি। [সেলা]
4 “আমি অহংকারীদের বলি, ‘গর্ব কোরো না,’
আর দুষ্টদের বলি, ‘শিং উঁচু কোরো না।
5 তোমাদের শিং উঁচুতে তুলো না
আর ঘাড় বাঁকিয়ে কথা বোলো না।’ ”
6 পূর্ব কি পশ্চিম কিম্বা মরু-এলাকা থেকে
কেউ রক্ষা করতে আসে না;
7 কিন্তু ঈশ্বরই বিচার করেন;
তিনি একজনকে নীচে নামান ও আর একজনকে উপরে তোলেন।
8 সদাপ্রভুর হাতে একটা পেয়ালা আছে,
তাতে ফেনিয়ে ওঠা মশলা মিশানো আংগুর-রস রয়েছে।
তিনি সেই পেয়ালা থেকে ঢেলে দেন;
পৃথিবীর সব দুষ্ট লোককে তার তলানি পর্যন্ত খেতেই হবে।
9 কিন্তু আমি চিরদিন ঈশ্বর সম্বন্ধে প্রচার করব
আর যাকোবের ঈশ্বরের উদ্দেশে প্রশংসা-গান করব।
10 আমি দুষ্টদের সমস্ত শিং কেটে ফেলে দেব,
কিন্তু ঈশ্বরভক্তদের শিং উঁচুতে তোলা হবে।