গীতসংহিতা 70

গান পরিচালকের সংকলনের জন্য। দায়ূদের গান। একটা স্মৃতি জাগানো গান।

1 হে ঈশ্বর, আমাকে বাঁচাও; হে সদাপ্রভু, আমাকে সাহায্য করতে শীঘ্র এস।

2 যারা আমাকে মেরে ফেলার চেষ্টায় আছে

তারা লজ্জিত ও অপমানিত হোক;

যারা আমার সর্বনাশ দেখতে চায়

তারা মাথা নীচু করে ফিরে যাক।

3 যারা আমাকে দেখে বলে, “বেশ হয়েছে!”

তারা লজ্জা পেয়ে ফিরে যাক।

4 কিন্তু যারা তোমার ইচ্ছামত চলে

তারা তোমাকে নিয়েই আনন্দিত ও খুশী হোক;

যারা তোমার করা উদ্ধারের কাজ ভালবাসে

তারা সব সময়েই বলুক, “ঈশ্বরের গৌরব হোক!”

5 আমি দুঃখী ও অভাবী;

হে ঈশ্বর, তুমি শীঘ্র আমার কাছে এস।

তুমি তো আমার সাহায্যকারী ও উদ্ধারকর্তা;

হে সদাপ্র্রভু, দেরি কোরো না।