গান পরিচালকের সংকলনের জন্য। একটা গান। একটা গীত।
1 পৃথিবীর মানুষেরা, তোমরা সবাই ঈশ্বরের উদ্দেশে আনন্দধ্বনি কর।
2 তাঁর গৌরব-গান গাও;
তাঁকে যোগ্য প্রশংসা দান কর।
3 ঈশ্বরকে বল, “তোমার কাজ দেখে
মনে কত ভয় ও ভক্তি জাগে।
তোমার মহাশক্তির সামনে
তোমার শত্রুরা নত হওয়ার ভান করবে।
4 দুনিয়ার সব মানুষ তোমাকে তোমার যোগ্য সম্মান দেবে;
তোমার উদ্দেশে তারা প্রশংসা-গান করবে;
তারা তোমার প্রশংসার গান গাইবে।” [সেলা]
5 তোমরা এসে ঈশ্বরের কাজ দেখে যাও;
মানুষের জন্য তিনি যে কাজ করেছেন
তা মনে ভক্তিপূর্ণ ভয় জাগায়।
6 তিনি সমুদ্রকে করেছিলেন শুকনা ভূমি;
তারা পায়ে হেঁটে নদী পার হয়েছিল।
এস, আমরা দেশের মধ্যে তাঁকে নিয়ে আনন্দ করি।
7 তাঁর শক্তিতেই তিনি চিরকাল রাজত্ব করেন;
তাঁর চোখ সব জাতির উপর রয়েছে।
যারা ঈশ্বরের প্রতি বিদ্রোহী তারা নিজেদের বড় মনে না করুক। [সেলা]
8 সমস্ত জাতির লোকেরা, আমাদের ঈশ্বরের গৌরব কর;
তাঁর প্রশংসার ধ্বনি যেন শোনা যায়।
9 তিনিই আমাদের বাঁচিয়ে রেখেছেন
আর আমাদের পা স্থির রেখেছেন।
10 হে ঈশ্বর, তুমি আমাদের যাচাই করেছ;
রূপার খাদ বের করার মত করে
তুমি আমাদের পরিষ্কার করেছ।
11 তুমিই আমাদের জালে ফেলেছ
আর আমাদের পিঠে ভীষণ বোঝা চাপিয়েছ।
12 তুমি আমাদের মাথার উপর দিয়ে
যেন লোকদের ঘোড়ায় চড়ে যেতে দিয়েছ।
আগুন আর জলের মধ্য দিয়ে আমাদের আসতে হয়েছে,
কিন্তু তুমি আমাদের পরিপূর্ণ আশীর্বাদের মধ্যে নিয়ে এসেছ।
13 আমি তোমার ঘরে পোড়ানো-উৎসর্গ নিয়ে আসব
আর তোমার কাছে আমার সব মানত পূরণ করব।
14 সেই সব মানতের কথা আমি মুখে বলেছি,
আর বিপদের দিনে আমার মুখ তা উচ্চারণ করেছে।
15 আমি তোমার উদ্দেশে মোটা-তাজা পশু দিয়ে
পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করব
আর তার সংগে পোড়ানো ভেড়ার সুগন্ধ উৎসর্গ করব;
আমি ষাঁড় ও ছাগল উৎসর্গ করব। [সেলা]
16 তোমরা যারা ঈশ্বরকে ভক্তি কর তোমরা সবাই এসে শোন;
তিনি আমার জন্য যা করেছেন তা আমি তোমাদের বলছি।
17 আমি নিজের মুখে তাঁকে ডেকেছিলাম;
আমার মুখে তাঁর গৌরব ছিল।
18 আমার অন্তরে যদি আমি অন্যায় পুষে রাখতাম
তাহলে আমার কথা প্রভু শুনতেন না।
19 কিন্তু ঈশ্বর যে শুনেছেন তাতে কোন ভুল নেই;
তিনি আমার প্রার্থনায় কান দিয়েছেন।
20 ঈশ্বরের গৌরব হোক!
তিনি আমার প্রার্থনা অগ্রাহ্য করেন নি
কিম্বা আমার প্রতি তাঁর অটল ভালবাসা বন্ধ করেন নি।