গীতসংহিতা 62

গান পরিচালকের সংকলনের জন্য। যিদূথূনের নমুনায়। দায়ূদের গান।

1 আমার অন্তর নীরবে কেবল ঈশ্বরের অপেক্ষা করছে,

কারণ তিনিই আমার উদ্ধারকর্তা।

2 কেবল তিনিই আমার উঁচু পাহাড় আর আমার উদ্ধার;

তিনিই আমার দুর্গ, আমি সম্পূর্ণভাবে পরাজিত হব না।

3 আর কতদিন একজন মানুষের উপর

তোমাদের এই সব আক্রমণ চলবে,

যাতে হেলে-পড়া দেয়াল আর পড়ে যাচ্ছে এমন বেড়ার মত করে

তোমরা সবাই তাকে শেষ করে দিতে পার?

4 তার উঁচু পদ থেকে তাকে নীচে নামিয়ে দেওয়াই

তাদের একমাত্র মতলব;

মিথ্যা কথাতেই তাদের আনন্দ।

মুখেই তারা আশীর্বাদ করে কিন্তু অন্তরে অভিশাপ দেয়। [সেলা]

5 হে আমার অন্তর, তুমি নীরবে কেবল ঈশ্বরের অপেক্ষা কর,

কারণ তিনিই তোমাকে আশা দান করেন।

6 কেবল তিনিই আমার উঁচু পাহাড় আর আমার উদ্ধার;

তিনিই আমার দুর্গ, আমি স্থির থাকব।

7 আমার উদ্ধার ও মান-সম্মান ঈশ্বরের উপরেই নির্ভর করছে;

ঈশ্বরই আমার শক্তি, আমার উঁচু পাহাড়,

তিনিই আমার আশ্রয়স্থান।

8 হে আমার লোকেরা, ঈশ্বরই আমাদের আশ্রয়;

তোমরা সব সময় তাঁর উপরে নির্ভর কর,

তাঁরই কাছে তোমাদের অন্তর ঢেলে দাও। [সেলা]

9 সমাজের নীচের লোকেরা বাষ্পমাত্র,

আর উপরের লোকেরা অসার;

দাঁড়িপাল্লার ওজনে তারা সবাই মিলে বাতাসের চাইতেও হালকা।

10 তোমরা অন্যায় সুবিধা নেওয়ার উপর নির্ভর কোরো না;

জুলুম করা আয়ের উপর মিথ্যা আশা রেখো না;

বেড়ে ওঠা ধন-সম্পত্তি নিয়ে মেতে থেকো না।

11 সব শক্তি ঈশ্বরেরই হাতে-

এ কথা তিনি অনেকবার বলেছেন,

আর আমিও তা অনেকবার শুনেছি।

12 হে প্রভু, তোমারই মধ্যে অটল ভালবাসা রয়েছে;

তুমিই প্রত্যেককে তার কাজ অনুসারে ফল দিয়ে থাক।