গীতসংহিতা 5

গান পরিচালকের সংকলনের জন্য। বাঁশীর সংগে গাইতে হবে। দায়ূদের গান।

1 হে সদাপ্রভু, আমার কথায় কান দাও,

আমার অন্তরের আকুলতা দেখ।

2 হে আমার রাজা, হে আমার ঈশ্বর,

তোমার সাহায্যের জন্য আমার কান্না তুমি শোন,

কারণ আমি তোমারই কাছে প্রার্থনা করছি।

3 হে সদাপ্রভু, প্রতিদিন সকাল বেলায়

তুমি আমার কথা শুনতে পাও।

সকাল বেলায় আমি তোমার সামনে

আমার প্রার্থনার ডালি সাজিয়ে রাখি

আর আশা নিয়ে চেয়ে থাকি।

4 হে ঈশ্বর, তুমি অন্যায়ে আনন্দিত হওয়ার ঈশ্বর নও;

মন্দ লোকেরা তোমার সামনে থাকতে পারে না।

5 যারা গর্বিত তারা তোমার সামনে দাঁড়াতে পারে না;

যারা মন্দ কাজ করে বেড়ায় তাদের তুমি অগ্রাহ্য কর।

6 যারা মিথ্যা কথা বলে তাদের তুমি ধ্বংস কর;

যাদের মধ্যে খুনীর এবং ছলনাকারীর মনোভাব রয়েছে

সদাপ্রভু তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেন।

7 কিন্তু আমি তোমার অসীম করুণার দরুন তোমার ঘরে ঢুকব,

তোমার পবিত্র বাসস্থানের দিকে চেয়ে

ভক্তির সংগে আমার মাথা নীচু করব।

8 হে সদাপ্রভু, আমার অনেক শত্রু রয়েছে বলে

তোমার ন্যায়ের পথে তুমি আমাকে পরিচালনা কর;

তোমার পথ আমার সামনে সোজা করে দাও।

9 আমার শত্রুদের কোন কথা বিশ্বাস করা যায় না,

ওদের অন্তরে আছে ধ্বংসের মনোভাব,

ওদের মুখ যেন খোলা কবর,

জিভ্‌ দিয়ে ওরা খোশামোদের কথা বলে।

10 হে ঈশ্বর, তুমি ওদের দোষী বলে ঘোষণা কর;

ওদের কুমতলবে ওদেরই সর্বনাশ হোক।

ওদের অসংখ্য অপরাধের জন্য তুমি ওদের তাড়িয়ে দাও,

কারণ ওরা তোমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।

11 কিন্তু যারা তোমার মধ্যে আশ্রয় নেয় তারা আনন্দিত হোক,

তারা আনন্দে চিরকাল গান করুক;

তাদের তুমি রক্ষা কর,

যেন তোমাকে যারা ভালবাসে

তারা তোমাকে নিয়েই আনন্দ লাভ করে।

12 হে সদাপ্রভু, যারা তোমার ভক্ত

তাদের উপর সত্যিই তোমার আশীর্বাদ রয়েছে;

তোমার দয়া দিয়ে তুমি তাদের ঢালের মত করে ঘিরে রেখেছ।