গান পরিচালকের সংকলনের জন্য। কোরহের বংশের গান।
1 হে সমস্ত জাতি, তোমরা হাততালি দাও; ঈশ্বরের উদ্দেশে আনন্দধ্বনি কর।
2 মহান সদাপ্রভু ভক্তিপূর্ণ ভয় জাগান;
গোটা পৃথিবীর উপরে তিনিই মহান রাজা।
3 অন্যান্য জাতিকে তিনি আমাদের অধীন করেন,
আমাদের পায়ের তলায় তাদের রাখেন।
4 তিনিই আমাদের সম্পত্তি বাছাই করে রেখেছেন;
তা তাঁর ভালবাসার পাত্র যাকোবের গর্বের বিষয়। [সেলা]
5 ঈশ্বর আনন্দধ্বনির মধ্যে উপরে উঠে গেছেন,
সদাপ্রভু তূরীর ধ্বনির মধ্যে উঠে গেছেন।
6 ঈশ্বরের উদ্দেশে প্রশংসার গান গাও,
প্রশংসার গান গাও;
আমাদের রাজার উদ্দেশে প্রশংসার গান গাও,
প্রশংসার গান গাও।
7 ঈশ্বরই সারা দুনিয়ার রাজা;
তাঁর উদ্দেশে এক বিশেষ রকমের প্রশংসা-গান কর।
8 সব জাতির উপরে ঈশ্বরই রাজত্ব করেন;
তাঁর পবিত্র সিংহাসনে তিনি বসে আছেন।
9 জাতিগুলোর মধ্যে যারা উঁচু পদের লোক,
তারা এক জায়গায় জড়ো হয়,
অব্রাহামের ঈশ্বরের লোক হিসাবেই জড়ো হয়।
পৃথিবীর সব শাসনকর্তারা ঈশ্বরের অধীন,
তিনিই সবচেয়ে মহান।