গান পরিচালকের সংকলনের জন্য। কোরহের বংশের মস্কীল-গান।
1 হে ঈশ্বর, অনেক অনেক দিন আগে আমাদের পূর্বপুরুষদের সময়ে তুমি যা করেছ
সেই সম্বন্ধে তাঁদের কথা আমরা নিজের কানে শুনেছি।
2 তুমি নিজের হাতে অন্যান্য জাতিদের তাড়িয়ে দিয়ে
সেই জায়গায় আমাদের পূর্বপুরুষদের বসিয়েছিলে;
তুমি সেই সব লোকদের উপর সর্বনাশ এনেছিলে
আর আমাদের পূর্বপুরুষদের বেড়ে উঠতে দিয়েছিলে।
3 তাঁরা নিজেদের তলোয়ার দিয়ে এই দেশ দখল করেন নি,
নিজেদের শক্তিতে জয়লাভও করেন নি;
তোমার শক্তি, হ্যাঁ, তোমার মহাশক্তি,
আর তোমার উপস্থিতির মহিমাই তা করেছিল,
কারণ তাঁদের উপর তোমার দয়া ছিল।
4 হে ঈশ্বর, তুমিই আমার রাজা;
যাকোবের জয়ের ব্যবস্থা তুমিই কর।
5 আমাদের শত্রুদের আমরা তোমারই শক্তিতে পিছু হটাব;
যারা আমাদের বিরুদ্ধে উঠবে
তোমার জোরেই তাদের পায়ে মাড়াব।
6 আমার ধনুকের উপর আমি নির্ভর করি না,
আমার তলোয়ার আমাকে জয় দান করতে পারে না;
7 কিন্তু তুমিই শত্রুদের উপর আমাদের জয়ী করেছ,
আমাদের বিপক্ষদের লজ্জায় ফেলেছ।
8 ঈশ্বরকে নিয়েই আমরা সব সময় গর্ব করে এসেছি;
চিরকাল আমরা তোমার গৌরব করব। [সেলা]
9 কিন্তু এখন তুমি আমাদের ত্যাগ করেছ আর লজ্জায় ফেলেছ;
যুদ্ধের সময় আমাদের সৈন্যদলের সংগে তুমি আর থাক না।
10 শত্রুদের সামনে থেকে তুমি আমাদের পিছিয়ে আসতে বাধ্য করেছ;
আমাদের বিপক্ষেরা আমাদের লুট করেছে।
11 জবাই করার ভেড়ার মত করে
তাদের হাতে তুমি আমাদের তুলে দিয়েছ
আর বিভিন্ন জাতির মধ্যে ছড়িয়ে দিয়েছ।
12 প্রায় বিনামূল্যেই তোমার লোকদের তুমি বিক্রি করে দিয়েছ;
এতে তোমার কি লাভ হয়েছে?
13 প্রতিবেশী জাতিদের কাছে তুমি আমাদের
নিন্দার পাত্র করে তুলেছ;
চারপাশের লোকদের কাছে হাসি-তামাশার খোরাক করেছ।
14 অন্যান্য জাতির কাছে তুমি আমাদের নামকে
টিট্কারির ভাষা করেছ;
লোকেরা আমাদের দেখে মাথা নাড়ে।
15-16 যারা আমার নিন্দা ও বদনাম করে তাদের কথার জন্য,
আর যে শত্রুরা আমার উপর
প্রতিশোধ নেবার জন্য বসে আছে তাদের জন্য,
একটা অপমানবোধ সব সময় আমার মনে লেগেই আছে;
আমি লজ্জায় ডুবে আছি।
17 এ সবই আমাদের উপর ঘটেছে,
তবুও যে আমরা তোমাকে ভুলে গেছি তা নয়;
তোমার ব্যবস্থার প্রতি যে একেবারে অবিশ্বস্ত হয়েছি তা-ও নয়।
18 তোমার দিক থেকে আমাদের অন্তর ফিরে যায় নি;
তোমার পথ থেকে আমাদের পা সরে যায় নি।
19 কিন্তু তবুও তুমি এমন এক জায়গায়
আমাদের চুরমার করেছ যেখানে শিয়ালের আনাগোনা;
ঘন অন্ধকারে আমাদের ঢেকে রেখেছ।
20 আমাদের ঈশ্বরকে যদি আমরা ভুলে গিয়ে থাকি,
যদি হাত বাড়িয়ে থাকি কোন দেবতার কাছে,
21 তবে ঈশ্বর কি তা জানতেন না?
তিনি তো আমাদের অন্তরের গোপন সব কিছুই জানেন।
22 কিন্তু তবুও তোমার জন্যই
সব সময় আমাদের কাউকে না কাউকে মেরে ফেলা হচ্ছে,
জবাই করার ভেড়ার মতই লোকে আমাদের মনে করে।
23 হে প্রভু, জাগো, কেন তুমি ঘুমাচ্ছ?
ওঠো, চিরকালের জন্য আমাদের ত্যাগ কোরো না।
24 কেন তোমার মুখ তুমি ফিরিয়ে রেখেছ?
আমাদের দুঃখ ও অত্যাচারের কথা কেন ভুলে গেছ?
25 আমরা ধুলায় লুটিয়ে পড়েছি;
আমাদের দেহ মাটিতে গড়াগড়ি যাচ্ছে।
26 তুমি এস, আমাদের সাহায্য কর;
তোমার অটল ভালবাসা অনুসারে তুমি আমাদের মুক্ত কর।