গীতসংহিতা 37

দায়ূদের গান।

1 তুমি দুষ্ট লোকদের বিষয় নিয়ে উতলা হোয়ো না,

কিম্বা অন্যায়কারীদের দেখে হিংসা কোরো না;

2 কারণ ঘাসের মতই তারা তাড়াতাড়ি শুকিয়ে যাবে

আর সবুজ লতা-গুল্মের মতই বেশী দিন টিকবে না।

3 সদাপ্রভুর উপর বিশ্বাস রাখ আর ভাল কাজ কর;

নিজের দেশে বাস কর, বিশ্বস্তভাবে চল।

4 সদাপ্রভুকে নিয়ে আনন্দে মেতে থাক;

তোমার মনের ইচ্ছা তিনিই পূরণ করবেন।

5 তোমার জীবন-পথের ভার সদাপ্রভুর উপর ফেলে দাও;

তাঁর উপর নির্ভর কর, তিনিই সব করবেন।

6 তিনিই তোমার সততাকে আলোর মত উজ্জ্বল করে তুলবেন;

তোমার ন্যায় কাজকে দুপুরের রোদের মত স্পষ্ট করবেন।

7 সদাপ্রভুর সামনে শান্ত হও;

ধৈর্য ধরে তাঁর জন্য অপেক্ষা কর।

নিজের কাজ সফল করতে

যে লোক তার দুষ্ট পরিকল্পনা কাজে লাগায়,

তার দরুন তুমি উতলা হোয়ো না।

8 রাগ করা বন্ধ কর, মেজাজ দেখানো ত্যাগ কর;

উতলা হোয়ো না, কারণ তা তোমাকে

কেবলই মন্দের দিকে নিয়ে যাবে।

9 দুষ্ট লোকদের ধ্বংস করা হবে,

কিন্তু সদাপ্রভুর উপর যারা আশা রাখে

তারা দেশের দখল পাবে।

10 আর কিছুকাল পরেই দুষ্টেরা শেষ হয়ে যাবে;

খুঁজলেও তাদের জায়গায় তাদের পাওয়া যাবে না।

11 কিন্তু নম্র লোকেরা দেশের দখল পাবে;

প্রচুর আশীর্বাদ পেয়ে তারা আনন্দে মাতবে।

12 ঈশ্বরভক্তদের বিরুদ্ধে দুষ্টেরা মতলব আঁটে

আর তাদের বিরুদ্ধে দাঁতে দাঁত ঘষে।

13 প্রভু জানেন দুষ্টদের শেষ দিন ঘনিয়ে এসেছে,

সেজন্যই তাদের দেখে তিনি হাসেন।

14 দুঃখী ও অভাবীদের সর্বনাশ করার জন্য,

সৎ পথে চলা লোকদের মেরে ফেলবার জন্য,

দুষ্টেরা তলোয়ার বের করে আর ধনুকে টান দেয়।

15 কিন্তু তাদের তলোয়ার তাদের বুকেই ঢুকবে

আর তাদের ধনুক ভেংগে যাবে।

16 অনেক দুষ্ট লোকের প্রচুর ধন আছে,

কিন্তু ঈশ্বরভক্তদের যেটুকু আছে সেটুকুই ভাল।

17 দুষ্টদের হাত ভেংগে যাবে,

কিন্তু সদাপ্রভু ঈশ্বরভক্তদের ধরে রাখবেন।

18 নির্দোষ লোকের প্রতিদিনকার জীবন সদাপ্রভু জানেন;

তাদের পাওনা সম্পত্তি চিরকাল থাকবে।

19 দুঃখের দিনে তারা লজ্জায় পড়বে না;

দুর্ভিক্ষের দিনে তারা যথেষ্ট খাবার পাবে।

20 কিন্তু দুষ্ট লোকেরা ধ্বংস হয়ে যাবে;

সদাপ্রভুর শত্রুরা ক্ষেতের সৌন্দর্যের মত মিলিয়ে যাবে,

মিলিয়ে যাবে ধূমার মত করে।

21 দুষ্টেরা ধার করে শোধ দেয় না,

কিন্তু ঈশ্বরভক্তেরা দয়ালু ও দানশীল।

22 সদাপ্রভু যাদের আশীর্বাদ করেন তারা দেশের দখল পাবে,

কিন্তু যাদের তিনি অভিশাপ দেন তাদের ধ্বংস করা হবে।

23 সদাপ্রভুই শক্তিশালী লোকদের চলার পথ ঠিক করে দেন;

তাদের জীবন দেখে তিনি খুশী হন।

24 পড়ে গেলেও তারা পড়ে থাকবে না,

কারণ সদাপ্রভুর হাতই তাদের ধরে রাখছে।

25 আমি যুবক ছিলাম, এখন বুড়ো হয়েছি,

কিন্তু ঈশ্বরভক্তদের ত্যাগ করা হয়েছে

কিম্বা তাদের বংশধরদের ভিক্ষা করতে হচ্ছে

এমন আমি দেখি নি।

26 ঈশ্বরভক্তেরা সব সময় দয়ালু হয় আর ধার দেয়;

তাদের বংশধরেরা আশীর্বাদ পাবে।

27 মন্দতা ত্যাগ কর আর ভাল কাজ কর,

তাতে চিরকাল বেঁচে থাকবে।

28 সদাপ্রভু ন্যায়বিচার ভালবাসেন;

তাঁর ভক্তদের তিনি ত্যাগ করেন না।

চিরকাল তাদের রক্ষা করা হবে,

কিন্তু দুষ্টদের বংশধরদের ধ্বংস করা হবে।

29 ঈশ্বরভক্ত লোকেরা দেশের দখল পাবে

আর সেখানে চিরকাল বাস করবে।

30 ঈশ্বরভক্তদের মুখ জ্ঞানের কথা প্রচার করে;

তাদের জিভ্‌ ন্যায়বিচারের কথা উচ্চারণ করে।

31 তাদের ঈশ্বরের নির্দেশ তাদের অন্তরে রয়েছে;

তাদের পা পিছ্‌লে যাবে না।

32 দুষ্ট লোকেরা ঈশ্বরভক্তদের জন্য ওৎ পেতে থাকে,

তাদের মেরে ফেলার চেষ্টা করে।

33 কিন্তু সদাপ্রভু দুষ্টদের হাতে তাদের ছেড়ে দেবেন না;

বিচারে তাদের দোষী সাব্যস্ত হতে দেবেন না।

34 সদাপ্রভুর উপর আশা রাখ, তাঁর পথে চল;

তিনি তোমাকে মহান করবেন যাতে তুমি দেশের দখল পাও।

দুষ্টেরা ধ্বংস হলে তুমি তা দেখতে পাবে।

35 নিষ্ঠুর দুষ্ট লোককে আমি বেড়ে উঠতে দেখেছি,

দেখেছি নিজের জায়গায় থাকা ডালপালা ছড়ানো

পাতা-ভরা গাছের মত।

36 তার পরে সে শেষ হয়ে গেল, আর রইল না;

আমি তার খোঁজ করলাম, তাকে পাওয়া গেল না।

37 নির্দোষ লোকদের জীবনের দিকে তাকাও;

ঐ সৎ লোকদের দেখ।

যারা শান্তি ভালবাসে তাদের বংশ থাকবে।

38 কিন্তু পাপীরা শেষ হয়ে যাবে;

ঐ সব দুষ্ট লোকদের বংশ ধ্বংস হয়ে যাবে।

39 ঈশ্বরভক্তদের উদ্ধার সদাপ্রভুর কাছ থেকেই আসে;

বিপদের সময় তিনিই তাদের আশ্রয়।

40 সদাপ্রভুই তাদের সাহায্য ও রক্ষা করেন;

দুষ্টদের হাত থেকে তিনিই তাদের উদ্ধার করেন,

আর তিনিই তাদের বাঁচান, কারণ তারা তাঁরই মধ্যে আশ্রয় নিয়েছে।