গীতসংহিতা 36

গান পরিচালকের সংকলনের জন্য। সদাপ্রভুর দাস দায়ূদের গান।

1 দুষ্টদের অপরাধ সম্বন্ধে আমার অন্তর ঈশ্বরের এই বাণী পেয়েছে,

“দুষ্টেরা ঈশ্বরকে ভয় করে না।”

2 তারা নিজেদের বিষয়ে বড়াই করে বলে যে,

ঈশ্বর তাদের পাপ ধরবেন না,

ঘৃণার চোখেও দেখবেন না।

3 তাদের মুখের কথা মন্দ ও ছলনায় পূর্ণ;

বুদ্ধিমানের মত চলা তারা বাদ দিয়েছে,

আর বাদ দিয়েছে ভাল কাজ করা।

4 বিছানায় শুয়েও তারা মন্দ বুদ্ধি আঁটে;

তারা অন্যায় পথে নিজেদের ছেড়ে দেয়

আর মন্দকে ঘৃণা করে না।

5 হে সদাপ্রভু, তোমার অটল ভালবাসা মহাশূন্যে পৌঁছায়;

তোমার বিশ্বস্ততা যেন আকাশ ছুঁয়েছে।

6 তোমার সততা অটল পাহাড়ের মত;

তোমার ন্যায়বিচার যেন গভীর সাগর।

হে সদাপ্রভু, মানুষ ও পশু সবাইকে তুমিই বাঁচিয়ে রাখ।

7 হে ঈশ্বর, তোমার অটল ভালবাসার দাম দেওয়া যায় না;

তোমার পাখার ছায়ায় মানুষ আশ্রয় পায়।

8 তোমার ঘরের প্রচুর খাবার খেয়ে তারা তৃপ্ত হয়;

তোমার আনন্দ-নদীর জল তুমি তাদের খেতে দাও।

9 তোমার মধ্যে জীবনের ফোয়ারা রয়েছে;

তোমার আলোতেই আমরা আলো দেখি।

10 যারা তোমাকে জানে

তাদের প্রতি যেন তোমার অটল ভালবাসা সব সময় থাকে;

যাদের অন্তর খাঁটি তারা যেন সব সময় তোমার ন্যায়বিচার পায়।

11 আমাকে অহংকারীদের পায়ের তলায় ফেলো না;

দুষ্টেরা যেন আমাকে তাড়িয়ে দিতে না পারে।

12 যারা মন্দ কাজ করে বেড়ায় দেখ তারা পড়ে গেছে;

তাদের ফেলে দেওয়া হয়েছে, তারা আর উঠতে পারবে না।