দায়ূদের মস্কীল-গান।
1 ধন্য সেই লোক, যার ঈশ্বরের প্রতি বিদ্রোহ ক্ষমা করা হয়েছে,
যার পাপ ঢাকা দেওয়া হয়েছে।
2 ধন্য সেই লোক, যার অন্যায় সদাপ্রভু ক্ষমা করেছেন
আর যার অন্তরে কোন ছলনা নেই।
3 আমি যখন পাপ স্বীকার করি নি
তখন সারা দিন কোঁকাতে কোঁকাতে
আমার হাড় ক্ষয় হয়ে যাচ্ছিল;
4 কারণ তখন দিনরাত আমার উপরে
তোমার হাতের চাপ ভারী ছিল;
গরমকালের গরমে যেমন হয়
তেমনি করে আমার দেহের শক্তি কমে যাচ্ছিল। [সেলা]
5 তখন আমার পাপ আমি তোমার কাছে স্বীকার করলাম,
আমার অন্যায় আমি আর ঢেকে রাখলাম না।
আমি বলেছিলাম, “আমার বিদ্রোহের কথা
আমি সদাপ্রভুর কাছে স্বীকার করব।”
তাই পাপের দরুন আমার দোষ তুমি ক্ষমা করে দিলে। [সেলা]
6 কাজেই যতদিন সুযোগ আছে
ততদিন তোমার ভক্তেরা তোমার কাছে প্রার্থনা করুক;
সত্যিই, বিপদ যখন বন্যার জলের মত হয়ে দেখা দেবে
তখন তা তাদের কাছে আসবে না।
7 তুমিই আমার লুকিয়ে থাকার জায়গা।
তুমি আমাকে কষ্টের হাত থেকে রক্ষা করছ।
মুক্তির আনন্দ-গানে তুমিই আমাকে ঘিরে রাখছ। [সেলা]
8 আমি সদাপ্রভু তোমাকে জ্ঞান দেব
আর যে পথে যেতে হবে তা দেখিয়ে দেব;
তোমাকে চোখে চোখে রেখে আমি নির্দেশ দেব।
9 তোমরা ঘোড়া বা গাধার মত হোয়ো না
যাদের বুঝবার শক্তি নেই;
মুখে লাগাম ও দড়ি দিয়ে তাদের বশে রাখতে হয়,
তা না দিলে তারা তোমাদের কাছে আসবে না।
10 দুষ্টকে অনেক যন্ত্রণা পেতে হয়,
কিন্তু যে সদাপ্রভুর উপর নির্ভর করে
সদাপ্রভুর অটল ভালবাসা তাকে ঘিরে রাখে।
11 হে ঈশ্বরভক্ত লোকেরা,
সদাপ্রভুই যেন তোমাদের আনন্দের বিষয় হন,
তাঁকে নিয়েই তোমরা খুশী হও;
তোমরা যারা অন্তরে খাঁটি,
তোমরা সকলে আনন্দ-গান কর।