গীতসংহিতা 31

গান পরিচালকের সংকলনের জন্য। দায়ূদের গান।

1 হে সদাপ্রভু, আমি তোমারই মধ্যে আশ্রয় নিয়েছি;

আমাকে কখনো লজ্জায় পড়তে দিয়ো না;

তোমার ন্যায়বিচারের জোরে আমাকে তুমি রক্ষা কর।

2 আমার কথায় কান দাও;

আমাকে উদ্ধার করতে তুমি তাড়াতাড়ি এস।

আমাকে রক্ষা করার জন্য তুমি আমার আশ্রয়-পাহাড় হও

আর আমার দুর্গ হও।

3 তুমিই আমার আশ্রয়-পাহাড় ও আমার দুর্গ;

তোমার সুনাম রক্ষার জন্য আমাকে তুমি পথ দেখাবে

আর চালিয়ে নিয়ে যাবে।

4 আমার জন্য গোপনে পেতে রাখা জাল থেকে

তুমি আমাকে উদ্ধার করবে,

কারণ তুমিই তো আমার আশ্রয়।

5 আমি তোমার হাতেই আমার আত্মা তুলে দিলাম,

কারণ হে সদাপ্রভু, বিশ্বস্ত ঈশ্বর,

তুমিই আমাকে মুক্ত করেছ।

6 যারা অসার প্রতিমাকে ভক্তি করে আমি তাদের ঘৃণা করি;

কিন্তু আমি সদাপ্রভুর উপর নির্ভর করি।

7 তোমার অটল ভালবাসা পেয়েছি বলে

আমি আনন্দ করব, খুশী হব;

কারণ তুমি তো আমার দুঃখ দেখেছ,

আর আমার কষ্টের কথা জান।

8 তুমি শত্রুদের হাতে আমাকে আট্‌কে রাখ নি,

বরং একটা খোলা জায়গায় আমাকে দাঁড় করিয়েছ।

9 হে সদাপ্রভু, আমাকে দয়া কর,

কারণ আমি কষ্টের মধ্যে আছি;

দুঃখে আমার চোখ ও আমার দেহ-মন দুর্বল হয়ে পড়ছে।

10 যন্ত্রণায় আমার জীবন গেল,

আর কোঁকাতে কোঁকাতে বয়স গেল;

অন্যায় করার দরুন আমার শক্তি কমে যাচ্ছে,

আমার হাড়গুলো দুর্বল হয়ে পড়ছে।

11 শত্রুরা আমাকে ঘৃণার পাত্র করে তুলেছে,

বিশেষ করে আমার সংগীদের কাছে তা করেছে।

পরিচিত লোকদের কাছে আমি ভয়ের পাত্র;

লোকে আমাকে রাস্তায় দেখে পালিয়ে যায়।

12 মরা মানুষকে লোকে যেমন ভুলে যায়

তেমনি করেই তারা আমাকে ভুলে গেছে;

আমি যেন একটা ভাংগা পাত্র।

13 আমার সম্বন্ধে অনেকের নিন্দার কথা আমার কানে এসেছে,

আমার চারদিকে ভীষণ ভয়।

ওরা আমার বিরুদ্ধে একসংগে পরামর্শ করছে,

আমাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছে।

14 কিন্তু হে সদাপ্রভু, তোমার উপরে আমি নির্ভর করে আছি;

আমি বলি, “তুমিই আমার ঈশ্বর।”

15 তোমার হাতেই তো আমার জীবনের সব কিছু;

যারা আমাকে তাড়া করে আসছে সেই শত্রুদের হাত থেকে

তুমি আমাকে বাঁচাও।

16 তোমার দাসের উপর তোমার দয়া আলোর মত করে পড়ুক;

তোমার অটল ভালবাসায় তুমি আমাকে রক্ষা কর।

17 হে সদাপ্রভু, আমি তো তোমাকে ডেকেছি,

তুমি আমাকে লজ্জায় পড়তে দিয়ো না;

দুষ্ট লোকেরা বরং লজ্জায় পড়ুক,

তারা নীরব হয়ে মৃতস্থানে পড়ে থাকুক।

18 অহংকার ও ঘৃণার ভাব নিয়ে

যারা ঈশ্বরভক্তদের বিরুদ্ধে অসম্মানের কথা বলে,

তাদের মিথ্যাবাদী মুখ বন্ধ হয়ে যাক।

19 তুমি যে মংগল করেছ তা কত মহান!

যারা তোমাকে ভক্তি করে তাদের জন্য তুমি তা তুলে রেখেছ;

তোমার মধ্যে আশ্রয় গ্রহণকারীদের তুমি সেই মংগল করে থাক,

আর তা কর সকলের সামনে।

20 তুমি তাদের তোমার আড়ালে রেখে

মানুষের ষড়যন্ত্র থেকে লুকিয়ে রাখ;

ঝগড়া-বিবাদের ঝাপ্‌টা থেকে

তোমার আশ্রয়ে তাদের সরিয়ে রাখ।

21 ধন্য সদাপ্রভু।

ঘেরাও করা শহরের মধ্যে তাঁর অটল ভালবাসা

আশ্চর্যভাবে তিনি আমাকে দেখিয়েছিলেন।

22 আমি ভয় পেয়ে বলেছিলাম,

“তোমার কাছ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে পড়েছি”;

কিন্তু সাহায্যের জন্য যখন আমি তোমাকে ডেকেছিলাম

তখন তুমি আমার মিনতি শুনেছিলে।

23 হে সমস্ত ঈশ্বরভক্ত লোক, তোমরা সদাপ্রভুকে ভালবেসো।

সদাপ্রভুই বিশ্বস্তদের রক্ষা করেন

কিন্তু অহংকারীদের তিনি পুরোপুরি শাস্তি দেন।

24 তোমরা যারা সদাপ্রভুর উপর ভরসা করে আছ

তোমরা মনে শক্তি আন ও সাহসে বুক বাঁধো।