দায়ূদের গান।
1 হে সদাপ্রভু, আমার আশ্রয়-পাহাড়, আমি তোমাকেই ডাকছি।
তুমি আমার কথায় কান বন্ধ করে থেকো না,
কারণ তুমি যদি চুপ করে থাক
তবে যারা মৃতস্থানে নেমে গেছে
তাদের মতই আমার দশা হবে।
2 সাহায্যের জন্য আমি যখন তোমাকে ডাকি
আর তোমার মহাপবিত্র স্থানের দিকে হাত উঠাই,
তখন তুমি আমার মিনতি শুনো।
3 যারা দুষ্ট, যারা মন্দ কাজ করে বেড়ায়,
যারা সকলের সংগে ভাল মুখে কথা বলে
অথচ অন্তরে পুষে রাখে মন্দ ইচ্ছা,
তাদের সংগে শাস্তি দেবার জন্য তুমি আমাকে টেনে নিয়ো না।
4 তাদের কাজের ফল, তাদের মন্দ কাজের ফল, তুমি তাদের দাও;
তাদের হাত যে কাজ করেছে তার ফল তাদের দাও;
তাদের যা পাওনা তা-ই তাদের দাও।
5 সদাপ্রভুর হাত যে কাজ করেছে
তার প্রতি তারা মনোযোগ দেয় নি,
কাজেই তিনি তাদের ধ্বংস করবেন, আবার গড়বেন না।
6 ধন্য সদাপ্রভু, তিনি আমার মিনতি শুনেছেন।
7 সদাপ্রভুই আমার শক্তি ও আমার ঢাল;
আমার অন্তর তাঁর উপরে নির্ভর করে,
তাই আমি সাহায্য পেয়েছি;
সেইজন্য আমার অন্তর আনন্দে ভরে উঠেছে,
আর আমি গানের মধ্য দিয়ে তাঁকে ধন্যবাদ দেব।
8 সদাপ্রভুই তাঁর লোকদের শক্তি;
তিনিই তাঁর অভিষেক করা লোকের রক্ষাকারী দুর্গ।
9 হে সদাপ্রভু, তোমার লোকদের তুমি রক্ষা কর,
তোমার সম্পত্তিকে তুমি আশীর্বাদ কর;
তুমি তাদের পালক হও
আর চিরকাল তাদের বয়ে নাও।