দায়ূদের প্রার্থনা।
1 হে সদাপ্রভু, তুমি ন্যায় কথা শোন, আমার কান্নায় কান দাও;
আমার ছলনাহীন মুখের প্রার্থনা শোন।
2 আমার উপর তোমার বিচার যেন ন্যায্য হয়;
যা সত্যি তা তোমার চোখে ধরা পড়ুক।
3 তুমি তো আমার অন্তরে ঢুকে দেখেছ
আর রাতে আমাকে পরীক্ষা করেছ;
আমাকে যাচাই করেও দেখেছ
কিন্তু কিছুই খুঁজে পাও নি।
আমি ঠিক করেছি কোন পাপের কথায়
আমার মুখ আমি ব্যবহার করব না।
4 মানুষ যে সব কাজ করে তা না করে
তোমার মুখের বাক্যের সাহায্যে
জুলুমের পথ থেকে আমি নিজেকে সরিয়ে রেখেছি।
5 তোমার পথেই আমি আমার পা স্থির রেখেছি;
সেখান থেকে আমার পা একটুও নড়ে নি।
6 হে ঈশ্বর, তুমি আমার ডাকে সাড়া দেবে,
সেজন্য আমি তোমাকে ডাকছি;
আমার কথায় কান দাও, আমার প্রার্থনা শোন।
7 তোমার অটল ভালবাসা আশ্চর্যভাবে প্রকাশ কর;
শত্রুদের হাত থেকে রক্ষা পাবার জন্য
যারা তোমার আশ্রয় নেয়,
তুমি ডান হাত দিয়ে তাদের রক্ষা করে থাক।
8-9 চোখের মণির মত করে তুমি আমাকে রক্ষা কর;
যারা আমার উপর অত্যাচার করে
সেই দুষ্টদের থেকে,
যারা মেরে ফেলার জন্য আমাকে ঘিরে রয়েছে
সেই শত্রুদের থেকে,
তুমি আমাকে তোমার ডানার ছায়ায় রাখ।
10 তাদের অসাড় অন্তরের দুয়ার তারা বন্ধ করে রেখেছে;
তাদের মুখ দিয়ে অহংকারের কথাই বের হয়।
11 তারা এখন আমাদের ঘিরে ফেলেছে,
আমাদের কোথাও যাবার পথ নেই।
তারা আমাদের উপর কড়া নজর রেখেছে
যাতে মাটিতে আমাদের ফেলে দিতে পারে।
12 তারা সিংহের মত শিকারের নেশায় পাগল,
যেন আড়ালে ওৎ পেতে থাকা যুব সিংহ।
13 হে সদাপ্রভু, তুমি ওঠো, ওদের রুখে দাঁড়াও,
ওদের মাটিতে ফেলে দাও।
তোমার তলোয়ার দিয়ে দুষ্টের হাত থেকে
আমাকে উদ্ধার কর।
14 হে সদাপ্রভু, ঐ লোকদের হাত থেকে,
দুনিয়ার মানুষের হাত থেকে,
তুমি নিজের হাতে আমার প্রাণ বাঁচাও।
তাদের এই সব পুরস্কার এই জগতেই রয়েছে-
তোমার ধন-সম্পদে তাদের পেট ভরে,
তাদের সন্তানের সংখ্যা অনেক হয়,
সন্তানদের জন্য তারা তাদের ধন-সম্পদ রেখে যায়।
15 কিন্তু আমি যেন নির্দোষ হয়ে
তোমার সামনে থাকতে পারি,
যাতে মৃত্যু থেকে জেগে উঠে
তোমাকে দেখে আমি আনন্দ পাই।