গীতসংহিতা 16

দায়ূদের গান। একটা মিক্‌তাম।

1 হে ঈশ্বর, তুমি আমাকে রক্ষা কর, কারণ আমি তোমারই মধ্যে আশ্রয় নিয়েছি।

2 আমি সদাপ্রভুকে বলেছি, “তুমিই আমার প্রভু;

তুমি ছাড়া আর কিছুতে আমার মংগল নেই।”

3 পৃথিবীর যে সব লোক ঈশ্বরের, তাঁরা মহান;

তাঁদের নিয়েই আমার সব আনন্দ।

4 যারা দেব-দেবতাকে উপহার দিয়ে নিজের করে নেয়

তাদের দুঃখ বেড়ে যাবে।

তারা রক্তের যে ঢালন-উৎসর্গ করে আমি তা করব না;

দেব-দেবতার নামও আমি মুখে আনব না।

5 সদাপ্রভু, তুমিই আমার সম্পত্তি;

তুমিই আমার পিপাসার জল।

আমার ভাগ্য তোমার হাতেই আছে।

6 আমার সীমার মধ্যে যে জায়গা পড়েছে তা চমৎকার;

আমার সম্পত্তি দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়।

7 আমি সদাপ্রভুকে ধন্যবাদ দেব যিনি আমাকে সুবুদ্ধি দেন;

রাতে আমার অন্তর আমাকে নির্দেশ দেয়।

8 আমার চোখ সব সময় সদাপ্রভুর দিকে আছে;

তিনি আমার ডান পাশে আছেন বলে আমি স্থির থাকব।

9 এইজন্য আমার মন খুশীতে ভরা,

আমার অন্তর আনন্দ করছে

আর আমার দেহ নিরাপদে থাকবে;

10 কারণ তুমি আমাকে মৃতস্থানে ফেলে রাখবে না,

তোমার ভক্তের দেহকে তুমি নষ্ট হতে দেবে না।

11 জীবনের পথ তুমি আমাকে জানিয়েছ;

তোমার কাছে থাকায় আছে পরিপূর্ণ আনন্দ

আর তোমার ডান পাশে রয়েছে চিরকালের সুখ।