গীতসংহিতা 15

দায়ূদের গান।

1 হে সদাপ্রভু, তোমার আবাস-তাম্বুতে কে দাঁড়াবার যোগ্য?

তোমার পবিত্র পাহাড়ে কে বাস করার যোগ্য?

2 সে-ই যোগ্য,

যে নিখুঁত জীবন কাটায়,

ন্যায় কাজ করে,

সত্যে ভরা অন্তর থেকে কথা বলে,

3 পরের নিন্দা করে না,

সংগীর ক্ষতি করে না,

প্রতিবেশীর সম্মান নষ্ট করে না,

4 ঘৃণার যোগ্য লোককে ত্যাগ করে চলে

আর সদাপ্রভুর ভক্তদের সম্মান করে,

ক্ষতি হলেও প্রতিজ্ঞা রক্ষা করে,

5 সুদ ছাড়াই টাকা ধার দেয়,

আর ঘুষ খেয়ে নির্দোষীর ক্ষতি করে না।

যে এইভাবে চলে সে সব সময় স্থির থাকবে।