1 সদাপ্রভুর প্রশংসা হোক। আমাদের ঈশ্বরের প্রশংসা-গান করা কত ভাল!
তা কি সুন্দর!
তাঁর গৌরব করা কত উপযুক্ত!
2 সদাপ্রভুই যিরূশালেমকে গড়ে তোলেন;
দূর করে দেওয়া ইস্রায়েলীয়দের তিনিই জড়ো করেন।
3 যাদের মন ভেংগে গেছে তিনি তাদের সুস্থ করেন;
তাদের সব ঘা তিনিই বেঁধে দেন।
4 তিনি তারাগুলোর সংখ্যা গণনা করেন,
তাদের প্রত্যেকটির নাম ধরে ডাকেন।
5 আমাদের প্রভু মহান, তাঁর শক্তি প্রচুর;
তাঁর জ্ঞান-বুদ্ধির সীমা নেই।
6 সদাপ্রভু নম্র লোকদের ধরে রাখেন,
কিন্তু দুষ্ট লোকদের মাটিতে ফেলে দেন।
7 তোমরা সদাপ্রভুর উদ্দেশে ধন্যবাদের গান গাও;
বীণা বাজিয়ে আমাদের ঈশ্বরের উদ্দেশে প্রশংসার গান গাও।
8 তিনি আকাশ মেঘে ঢাকেন;
তিনি পৃথিবীর জন্য বৃষ্টির ব্যবস্থা করেন
আর পাহাড়ের উপরে ঘাস জন্মাতে দেন।
9 পশুদের খাবার তিনিই যুগিয়ে দেন;
দাঁড়কাকের বাচ্চারা যখন ডাকে
তখন তিনিই তাদের খাবার দেন।
10 ঘোড়ার শক্তিতে তিনি সন্তুষ্ট হন না,
যোদ্ধার পায়ের শক্তিতেও তাঁর আনন্দ নেই;
11 কিন্তু যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে
আর তাঁর অটল ভালবাসার উপর আশা রাখে,
তাদের নিয়েই সদাপ্রভুর যত আনন্দ।
12 হে যিরূশালেম, সদাপ্রভুর গুণগান কর;
হে সিয়োন, তোমার ঈশ্বরের গৌরব কর।
13 তিনিই তো তোমার ফটকগুলোর আগল শক্ত করেছেন,
তোমার মধ্যে বাসকারী লোকদের আশীর্বাদ করেছেন।
14 তোমার সীমানাগুলোতে তিনিই শান্তি রাখেন,
আর সবচেয়ে ভাল গম দিয়ে তোমাকে তৃপ্ত করেন।
15 তিনি পৃথিবীতে তাঁর আদেশ পাঠান;
খুব তাড়াতাড়ি তা পালন করা হয়।
16 তিনি ভেড়ার লোমের মত তুষার পাঠান
আর ছাইয়ের মত শিশির ছড়ান।
17 তিনি রুটির টুকরার মত করে শিলা ফেলেন;
তাঁর দেওয়া শীত কে সহ্য করতে পারে?
18 তাঁর বাক্য পাঠিয়ে তিনি শিলা গলিয়ে ফেলেন;
তাঁর বাতাস বহালে জল বয়ে যায়।
19 যাকোবের কাছে তিনি তাঁর বাক্য প্রকাশ করেছেন,
ইস্রায়েলের কাছে প্রকাশ করেছেন তাঁর নিয়ম ও আইন-কানুন।
20 অন্য কোন জাতির জন্য তিনি তা করেন নি;
তাঁর আইন-কানুন তারা জানে না।
সদাপ্রভুর প্রশংসা হোক।