1 সদাপ্রভুর প্রশংসা হোক। হে আমার প্রাণ, সদাপ্রভুর গৌরব কর।
2 আমি সারা জীবন সদাপ্রভুর গৌরব করব;
যতদিন আমি বেঁচে থাকব আমার ঈশ্বরের প্রশংসা-গান গাইব।
3 কোন উঁচু পদের লোক, কোন মানুষের উপর
তোমরা নির্ভর কোরো না;
তারা উদ্ধার করতে পারে না।
4 তাদের প্রাণ বের হয়ে গেলে তারা মাটিতে ফিরে যায়,
আর সেদিনই তাদের সব পরিকল্পনা শেষ হয়ে যায়।
5 ধন্য সেই লোক, যাকোবের ঈশ্বর যার সাহায্যকারী,
যার আশা তার ঈশ্বর সদাপ্রভুর উপর।
6 সদাপ্রভু আকাশ ও পৃথিবী, সাগর ও তার মধ্যেকার সব কিছু
তৈরী করেছেন;
তিনি চিরকাল বিশ্বস্ত থাকেন।
7 তিনি অত্যাচারিতদের পক্ষে ন্যায়বিচার করেন
আর যাদের খিদে আছে তাদের খাবার দেন;
সদাপ্রভুই বন্দীদের মুক্ত করেন।
8 সদাপ্রভু অন্ধদের দেখবার শক্তি দেন;
যারা নুয়ে পড়েছে সদাপ্রভু তাদের তুলে ধরেন;
সদাপ্রভু সৎ লোকদের ভালবাসেন।
9 সদাপ্রভু বিদেশীদের উপর চোখ রাখেন
আর অনাথ ও বিধবাদের দেখাশোনা করেন,
কিন্তু দুষ্টদের পথ তিনি বাঁকা করেন।
10 সদাপ্রভু চিরকাল রাজত্ব করবেন;
হে সিয়োন, বংশের পর বংশ ধরে
তোমার ঈশ্বর রাজত্ব করবেন।
সদাপ্রভুর প্রশংসা হোক।