গান পরিচালকের সংকলনের জন্য। দায়ূদের গান।
1 হে সদাপ্রভু, দুষ্ট লোকদের হাত থেকে আমাকে উদ্ধার কর;
অত্যাচারী লোকদের হাত থেকে আমাকে রক্ষা কর।
2 তারা মনে মনে দুষ্ট ফন্দি আঁটে আর প্রতিদিন যুদ্ধ বাধায়।
3 তারা সাপের মত তাদের জিভ্ ধারালো করেছে;
তাদের ঠোঁটের নীচে যেন সাপের বিষ আছে। [সেলা]
4 হে সদাপ্রভু, দুষ্টদের হাত থেকে আমাকে রক্ষা কর।
অত্যাচারী লোকদের হাত থেকে আমাকে রক্ষা কর;
আমার পা যেন পিছ্লে যায় সেজন্য তারা ফন্দি এঁটেছে।
5 অহংকারী লোকেরা আমার জন্য ফাঁদ ও দড়ি ঠিক করে রেখেছে;
তারা পথের পাশে তাদের জাল বিছিয়ে রেখেছে
আর আমার জন্য ফাঁদ পেতেছে। [সেলা]
6 হে সদাপ্রভু, আমি তোমাকে বলেছি, “তুমিই আমার ঈশ্বর।”
হে সদাপ্রভু, আমার মিনতির কান্নায় তুমি কান দাও।
7 হে প্রভু সদাপ্রভু, আমার শক্তিশালী উদ্ধারকর্তা,
যুদ্ধের দিনে তুমিই আমার মাথা ঢেকে রাখ।
8 হে সদাপ্রভু, দুষ্টদের মনের ইচ্ছা তুমি পূর্ণ হতে দিয়ো না;
তাদের ষড়যন্ত্র সফল হতে দিয়ো না,
যেন তারা অহংকারী হয়ে না ওঠে। [সেলা]
9 যারা আমাকে ঘিরে ধরেছে
তাদের মুখ যে সব অন্যায় করেছে
তা তাদেরই মাথার উপর এসে পড়ুক।
10 তাদের উপর জ্বলন্ত কয়লা পড়ুক;
আগুনের মধ্যে, গভীর গর্তের মধ্যে
তাদের ছুঁড়ে ফেলে দেওয়া হোক;
যেন তারা আর কখনও উঠে আসতে না পারে।
11 নিন্দুকেরা যেন দেশের মধ্যে অধিকার না পায়;
অত্যাচারী লোকদের পিছনে বিপদ অনবরত তাড়া করুক।
12 আমি জানি সদাপ্রভু দুঃখীদের পক্ষে রায় দেবেন
আর অভাবীদের জন্য ন্যায়বিচার করবেন।
13 সৎ লোকেরা অবশ্যই তোমার গৌরব করবে,
আর যারা অন্তরে খাঁটি তারা তোমার সামনে বাস করবে।