দায়ূদের গান।
1 হে সদাপ্রভু, আমার সমস্ত অন্তর দিয়ে
আমি তোমার গৌরব করব;
এমন কি, দেব-দেবতাদের সামনেও
আমি তোমার প্রশংসা-গান করব।
2 তোমার পবিত্র ঘরের দিকে আমি মাথা নীচু করব,
আর তোমার অটল ভালবাসা ও বিশ্বস্ততার জন্য
তোমার গৌরব করব;
কারণ তোমার প্রতিজ্ঞার পূর্ণতার মধ্য দিয়ে
তুমি নিজেকে যেভাবে প্রকাশ করেছ
তা তোমার সুনামের চেয়েও মহান।
3 আমি যখন তোমাকে ডাকলাম তুমি আমাকে উত্তর দিলে;
আমার অন্তরে শক্তি দিয়ে তুমি আমাকে সাহসী করলে।
4 হে সদাপ্রভু, তোমার মুখের কথা শুনে
পৃথিবীর সমস্ত রাজা তোমার গৌরব করবে।
5 তারা সদাপ্রভুর কাজ নিয়ে গান করবে,
কারণ সদাপ্রভুর মহিমা মহৎ।
6 যদিও সদাপ্রভু সব কিছুর উপরে আছেন
তবুও তিনি নীচু অবস্থার লোকদের দিকে নজর রাখেন,
কিন্তু অহংকারীদের তিনি দূর থেকেই জানেন।
7 যখন আমি বিপদের মধ্য দিয়ে চলি
তখন তুমি আমার প্রাণ রক্ষা কর;
তোমার হাত বাড়িয়ে তুমি আমার শত্রুদের রাগ বিফল কর,
আর তোমার ডান হাত আমাকে উদ্ধার করে।
8 সদাপ্রভু আমার জন্য যা ঠিক করে রেখেছেন তা পূর্ণ করবেন।
হে সদাপ্রভু, তোমার অটল ভালবাসা চিরকাল স্থায়ী;
তুমি নিজের হাতে যে সব কাজ করছ তা শেষ কোরো।