উপরে ওঠার গান।
1 হে সদাপ্রভুর সেবাকারীরা, যারা সদাপ্রভুর ঘরে
রাতের বেলা সেবা-কাজ করে থাক,
তোমরা সবাই সদাপ্রভুর গৌরব কর।
2 পবিত্র স্থানের দিকে হাত তুলে
তোমরা সদাপ্রভুর গৌরব কর।
3 আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা সদাপ্রভু
সিয়োন থেকে তোমাদের আশীর্বাদ করুন।