উপরে ওঠার গান। দায়ূদের গান।
1 আমার জাতি ভাইয়েরা যখন এক মন নিয়ে একসংগে বাস করে
তখন তা কত ভাল ও কত সুন্দর লাগে!
2 তা যেন মাথায় ঢেলে দেওয়া দামী তেল
যা ঝরে পড়ে হারোণের দাড়ি বেয়ে,
বেয়ে পড়ে তার পোশাকের গলার উপর।
3 মনে হয় তা যেন হর্মোণ পাহাড়ে পড়া শিশির
যা ঝরে পড়ে সিয়োন পাহাড়ে;
কারণ সদাপ্রভু সেখানে আশীর্বাদ করেছেন,
আর সেই আশীর্বাদ হল চিরকালের জীবন।