উপরে ওঠার গান। দায়ূদের গান।
1 ইস্রায়েল বলুক, “যদি সদাপ্রভু আমাদের পক্ষে না থাকতেন,
2 লোকে যখন আমাদের আক্রমণ করেছিল,
তখন যদি সদাপ্রভু আমাদের পক্ষে না থাকতেন,
3 তাহলে ওরা আমাদের বিরুদ্ধে রাগে জ্বলে উঠে
আমাদের জ্যান্তই গিলে ফেলত,
4 বন্যা আমাদের ডুবিয়ে দিত,
ভীষণ স্রোত আমাদের উপর দিয়ে বয়ে যেত,
5 ফুলে-ফেঁপে ওঠা জল বয়ে যেত আমাদের উপর দিয়ে।”
6 ধন্য সদাপ্রভু!
শত্রুদের দাঁত দিয়ে তিনি আমাদের ছিঁড়ে ফেলতে দেন নি।
7 শিকারীর ফাঁদ থেকে পাখী যেমন করে রক্ষা পায়
তেমনি করে আমরা রক্ষা পেয়েছি;
ফাঁদ ছিঁড়ে গেছে আর আমরা রক্ষা পেয়েছি।
8 সদাপ্রভু, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন,
তাঁর কাছ থেকেই আমাদের সাহায্য আসে।