উপরে ওঠার গান।
1 আমার বিপদের সময় আমি সদাপ্রভুকে ডাকলাম,
তিনি আমাকে উত্তর দিলেন।
2 হে সদাপ্রভু, মিথ্যাবাদী মুখ আর ছলনাকারী জিভ্ থেকে
তুমি আমাকে রক্ষা কর।
3 ওহে ছলনাকারী জিভ্, তিনি তোমাকে কি দেবেন?
তিনি কি তোমাকে আরও শাস্তি দেবেন না?
4 তিনি তোমাকে দেবেন যোদ্ধার ধারালো তীর
আর রোতম কাঠের জ্বলন্ত কয়লা।
5 হায়, কি দুর্ভাগ্য আমার!
আমি মেশকীয়দের মত লোকদের কাছে বাস করছি,
কেদরীয়দের মত লোকদের তাম্বুর মধ্যে রয়েছি।
6 যারা শান্তি ঘৃণা করে তেমন লোকদের সংগে
আমি আর বাস করতে চাই না।
7 আমি শান্তি ভালবাসি,
কিন্তু যখন আমি শান্তির কথা বলি
তখন ওরা যুদ্ধ করতে চায়।