গান পরিচালকের সংকলনের জন্য। বাজনা ও গান নীচু সুরে চলবে। দায়ূদের গান।
1 হে সদাপ্রভু, রক্ষা কর, তোমার ভক্তেরা আর নেই;
বিশ্বস্ত লোক মানুষের মধ্য থেকে উধাও হয়ে গেছে।
2 মানুষ মানুষের কাছে মিথ্যা কথা বলে;
তারা কথা বলে খোসামুদে ঠোঁটে
আর ছলনা-ভরা অন্তরে।
3-4 যারা বলে, “জিভের জোরেই আমরা জয় করে নেব;
আমাদের ঠোঁট আমাদের পক্ষে আছে,
কে আমাদের কর্তা হবে?”
তাদের খোসামুদে ঠোঁট আর গর্ব-ভরা জিভ্
যেন সদাপ্রভু কেটে ফেলেন।
5 সদাপ্রভু বলেন, “দুঃখীদের সর্বনাশ ও অভাবীদের কান্নার দরুন
এবার আমি জেগে উঠব,
আর নিরাপদে থাকাই যাদের অন্তরের কামনা
তাদের নিরাপদে রাখব।”
6 সদাপ্রভুর কথায় খাদ নেই;
তা যেন আগুনে পুড়িয়ে নেওয়া রূপা,
সাতবার করে শুদ্ধ করা রূপা।
7 হে সদাপ্রভু, তুমিই তাদের নিরাপদে রাখবে;
একালের লোকদের হাত থেকে
চিরকাল তাদের প্রত্যেককে তুমি রক্ষা করবে।
8 লোকেরা যখন মন্দকে সম্মান করে
দুষ্টেরা তখন বিনা বাধায় ঘোরাফেরা করে।