গীতসংহিতা 113

1 সদাপ্রভুর প্রশংসা হোক। হে সদাপ্রভুর দাসেরা, গৌরব কর;

সদাপ্রভুর গৌরব কর।

2 সদাপ্রভুর নাম ধন্য হোক,

এখন ও চিরকাল হোক।

3 সূর্য ওঠার স্থান থেকে শুরু করে তার অস্ত যাবার স্থান পর্যন্ত

সদাপ্রভুর গৌরব হোক।

4 সমস্ত জাতি সদাপ্রভুর অধীন;

আকাশেরও উপরে রয়েছে তাঁর মহিমা।

5 আর কে আছে আমাদের ঈশ্বর সদাপ্রভুর মত?

তিনি আকাশেরও অনেক উপরে বাস করেন

6 আর নীচু হয়ে মহাকাশ ও পৃথিবীর দিকে তাকান।

7 তিনি ধুলা থেকে দুঃখীকে উঠান,

আর অভাবীকে উঠান ময়লার স্তূপ থেকে;

8 যাতে তিনি উঁচু পদের লোকদের সংগে

তাদের বসিয়ে দিতে পারেন,

এমন কি, যারা তাঁর লোকদের মধ্যে উঁচু পদে আছে

তাদের সংগে বসিয়ে দিতে পারেন।

9 তিনি বন্ধ্যাকে ছেলেমেয়েদের আনন্দময়ী মা করে

সংসারের পূর্ণ অধিকার দেন।

সদাপ্রভুর প্রশংসা হোক।