ইয়োব 23

ইয়োবের উত্তর

1 তখন ইয়োব উত্তরে বললেন,

2 “আজও আমার কান্না তিক্ততায় ভরা;

আমি কাতরাচ্ছি, তবুও ঈশ্বরের ভারী হাত আমার উপরে রয়েছে।

3 যদি কেবল জানতাম কোথায় তাঁকে পাওয়া যায়,

যদি তাঁর বাসস্থানে আমি যেতে পারতাম,

4 তবে আমি তাঁর কাছে আমার নালিশ জানাতাম

আর আমার নিজের পক্ষে অনেক কথা বলতাম।

5 তখন তিনি আমাকে কি উত্তর দিতেন তা জানতে পারতাম,

আর যা বলতেন তা বুঝতে পারতাম।

6 তিনি কি মহাশক্তিতে আমার সংগে তর্ক করতেন?

না, তিনি আমার প্রতি মনোযোগ দিতেন।

7 তখন একজন সৎ লোক তাঁর কাছে নালিশ জানাতে পারত;

আমার বিচারকের হাত থেকে চিরকালের জন্য

আমি উদ্ধার পেতে পারতাম।

8 “কিন্তু আমি যদি পূর্ব দিকে যাই সেখানে তিনি নেই;

যদি পশ্চিমে যাই সেখানেও তাঁকে খুঁজে পাওয়া যায় না।

9 উত্তর দিকে তিনি যখন কাজ করেন তখন তাঁকে দেখা যায় না;

তিনি দক্ষিণে ফিরলে আমি তাঁকে দেখতে পাই না।

10 কিন্তু আমি কোন্‌ পথে যাই তা তিনি জানেন;

তিনি আমাকে যাচাই করলে আমি খাঁটি সোনার মতই হব।

11 আমি বিশ্বসভাবে তাঁর পিছনে চলেছি;

বিপথে না গিয়ে আমি তাঁর পথেই গিয়েছি।

12 তাঁর আদেশ থেকে আমি সরে আসি নি;

আমার প্রয়োজনীয় খাবারের চেয়েও তাঁর মুখের কথার

আমি বেশী মূল্য দিয়েছি।

13 কিন্তু তিনি সব কিছুতে স্থির থাকেন,

কেউ তাঁকে বাধা দিতে পারে না;

তাঁর যা খুশী তিনি তা-ই করেন।

14 তিনি আমার জন্য যা ঠিক করে রেখেছেন তা-ই করেন;

ঐ রকম অনেক পরিকল্পনা তাঁর এখনও জমা রয়েছে।

15 কাজেই আমি তাঁর সামনে ভীষণ ভয় পাই;

এই সব ভাবলে তাঁকে আমার ভয় লাগে।

16 ঈশ্বর আমার অন্তর দুর্বল করেছেন;

সর্বশক্তিমান আমাকে ভীষণ ভয় দেখিয়েছেন।

17 যদিও অন্ধকার আমার মুখ ঢেকে রেখেছে

তবুও তা আমাকে চুপ রাখতে পারে নি,

ঘন অন্ধকারও তা পারে নি।