ইয়োব 12

ইয়োবের উত্তর

1 তখন ইয়োব উত্তরে বললেন,

2 “তোমরা ভাব তোমরাই কেবল জ্ঞানী মানুষ

আর তোমাদের মৃত্যুর সংগে সংগে জ্ঞানও মরে যাবে।

3 কিন্তু তোমাদের মত আমারও বুদ্ধি আছে;

আমি তোমাদের চেয়ে নীচু নই;

তোমরা যা বলেছ তা কে না জানে?

4 আমি ঈশ্বরকে ডাকতাম আর তিনি আমাকে উত্তর দিতেন,

তবুও আমার বন্ধুদের কাছে আমি একটা হাসির পাত্র হয়েছি;

সৎ এবং নির্দোষ হলেও আমি এখন হাসির পাত্র ছাড়া আর কিছু নই।

5 সুখী লোকেরা দুঃখ-কষ্টকে তুচছ করে;

তারা মনে করে যাদের পা পিছ্‌লে যায় দুঃখ-কষ্ট তাদেরই জন্য।

6 লুটেরাদের তাম্বুতে কোন গোলমাল নেই;

যারা ঈশ্বরকে বিরক্ত করে তারা নিরাপদেই থাকে;

ঈশ্বরই যেন তাদের সব কিছু দিয়েছেন।

7 “পশুদের জিজ্ঞাসা কর, তারা তোমাকে শিখাবে;

আকাশের পাখীদের বল, তারাও তোমাকে বলে দেবে;

8 পৃথিবীকে বল, সে-ও তোমাকে শিখাবে;

সাগরের মাছেরাও তোমাকে বলে দেবে।

9 এরা সবাই জানে সদাপ্রভুর শক্তিই এ সব করেছে।

10 তাঁরই হাতে সব প্রাণীদের জীবন রয়েছে;

সব মানুষের নিঃশ্বাসও তাঁর হাতে আছে।

11 জিভ্‌ যেমন খাবারের স্বাদ নেয়

তেমনি কানও কথার পরীক্ষা করে।

12 তোমরা বলে থাক, বুড়ো লোকদের কাছে জ্ঞান পাওয়া যায়

আর দীর্ঘ জীবন বুদ্ধির যোগান দেয়।

13 “কিন্তু জ্ঞান ও শক্তি ঈশ্বরের;

পরামর্শ ও বুদ্ধি তাঁরই।

14 তিনি ভাঙ্গলে আর তা গড়া যায় না;

তিনি কাউকে জেলে আটক করলে খালাস করা যায় না।

15 তিনি জল বন্ধ করে রাখলে খরা হয়;

তিনি তা খুলে দিলে দেশ ধ্বংস হয়।

16 শক্তি ও জ্ঞান তাঁরই;

যাকে ছলনা করা হয়েছে আর যে ছলনা করে

তারা দু’জনেই তাঁর হাতের নীচে।

17 তিনি মন্ত্রীদের পোশাক খুলে ফেলে তাদের বন্দী করেন

আর বিচারকদের বোকা বানান।

18 তিনি রাজার পোশাক কেড়ে নেন

আর তাঁকে বন্দী করেন।

19 তিনি পুরোহিতদের পোশাক খুলে ফেলে তাদের বন্দী করেন

আর যারা শিকড় গেড়ে বসে আছে তাদের উপ্‌ড়ে ফেলেন।

20 বিশ্বস্ত লোকদের মুখ তিনি বন্ধ করেন

আর বুড়ো লোকদের বিবেচনা-শক্তি নষ্ট করেন।

21 তিনি উঁচু পদের লোকদের উপর ঘৃণা ঢেলে দেন

আর শক্তিমানদের অস্ত্রহীন করেন।

22 অন্ধকারে লুকানো বিষয়গুলো তিনি প্রকাশ করেন

আর ঘন ছায়াকে আলোতে আনেন।

23 তিনি জাতিদের মহান করেন আবার ধ্বংসও করেন,

তাদের বাড়িয়ে তোলেন আবার বন্দীদশায়ও নিয়ে যান।

24 পৃথিবীর নেতাদের বিচারবুদ্ধি তিনি দূর করেন,

পথহীন নির্জন জায়গায় তাদের ঘুরে বেড়াতে দেন।

25 তারা আলো ছাড়াই অন্ধকারে হাঁত্‌ড়ে বেড়ায়;

তিনি তাদের মাতালের মত হাঁটান।